চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়
চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় উইকিমিডিয়া বাংলাদেশের সাতটি আঞ্চলিক সম্প্রদায়ের মধ্যে গঠিত প্রথম সম্প্রদায়, যেটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে উইকিমিডিয়া প্রকল্পসমূহের প্রচারণা ও প্রসারণে স্বেচ্ছাসেবকদের সহায়তা প্রদানের জন্য কাজ করে। সম্প্রদায়টি ২০১৪ সালের ১৪ জুলাই গঠিত হয়, এবং ২০১৬ সালের নভেম্বরর উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক পরিষদ গঠনতন্ত্র অনুযায়ী অনুমোদন লাভ করে।
এই সম্প্রদায়ের প্রাথমিক লক্ষ্য উইকিমিডিয়া প্রকল্পসমূহে চট্টগ্রাম সম্পর্কিত তথ্য-উপাত্তের সমৃদ্ধি ঘটানো, এবং চট্টগ্রাম অঞ্চলে স্বেচ্ছাসেবক বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। এযাবৎ সক্রিয় এবং নিষ্ক্রিয় মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবক এই সম্প্রদায়ে অবদান রেখেছেন। এদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থী ও পেশাজীবী।
সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে উইকিপিডিয়ানদের নিয়ে আড্ডা (উইকিমিটআপ), শিক্ষাপ্রতিষ্ঠানে উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা, উইকিপিডিয়ানদের কাজের সহায়ক প্রকল্প, ফটোওয়াক প্রভৃতির আয়োজন এবং তত্বাবধায়ন করা। সর্বোপরী চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় উইকিমিডিয়া আন্দোলনের লক্ষ্যের অংশ হিসেবে সক্রিয় ভূমিকা রাখে।
রেজোলিউশন
[সম্পাদনা]- রেজোলিউশন/আঞ্চলিক পরিষদ গঠন, নভেম্বর ২০১৬
- রেজোলিউশন/আঞ্চলিক পরিষদ গঠন সংক্রান্ত পূর্ববর্তী রেজোলিউশনের সংশোধনী, সেপ্টেম্বর ২০১৯
দায়িত্ব
[সম্পাদনা]- মহীন রীয়াদ, প্রধান সমন্বয়ক
- মোহাম্মদ গালিব হাসান, সমন্বয়ক
- রাফি বিন তোফা, সমন্বয়ক
- তামীম মাহমুদ, সমন্বয়ক
- সাজ্জাদুল হক তানিম, সমন্বয়ক
যোগ দিন
[সম্পাদনা]যোগাযোগ
[সম্পাদনা]- ই-মেইল: ctgwikicomgmail.com
- ফেসবুক: @WikipediaCtg
- ইনস্টাগ্রাম: @ctgwikicom
- মাস্টোডন: @ctgwikicom
- টুইটার: @WikipediaCtg
- লিংকডইন: @ctgwikicom
- ইউটিউব: @ctgwikicom
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।