চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়/কার্যক্রম/ফটোওয়াক
অবয়ব
ফটোওয়াকিং মূলত ক্যামেরা নিয়ে পথে-পথে হেঁটে আলোকচিত্রী এবং দর্শকের কাছে আকর্ষণীয় হতে পারে এমন যে কোনো ধরণের আলোকচিত্রগ্রহনের প্রক্রিয়া। চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় উইকিমিডিয়া প্রকল্পসমূহে ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন সময় ফটোওয়াক আয়োজন করে থাকে। এপ্রিল ২০১৫ সালে প্রথম আয়োজন ও পরিচালনার মাধ্যমে এযাবৎ সম্প্রদায়টি দুইটি ফটোওয়াক সম্পন্ন করে।