উপদেষ্টা পরিষদ
অবয়ব
আঞ্চলিক সম্প্রদায়সমূহ · নির্বাহী পরিষদের বৈঠক · রেজোলিউশন · ব্লগ · উইকিবার্তা · গণমাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশ
সব কার্যক্রম · আড্ডা · কর্মশালা · ফটোওয়াক · এডিটাথন · প্রতিযোগিতা · বাৎসরিক সম্মেলন · অন্যান্য কার্যক্রম · প্রয়োজনীয় চিত্র ও লোগো
নিচের সদস্যবৃন্দ উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত রয়েছেন। উপদেষ্টা পরিষদের কার্যাবলী ও তৈরির ইতিহাস সম্পর্কে জানার জন্য দেখুন, রেজোলিউশন/উপদেষ্টা পরিষদ গঠন, অক্টোবর ২০১৬।
রাগিব হাসান | সদস্য, উপদেষ্টা পরিষদ |
রাগিব হাসান একজন কম্পিউটার বিজ্ঞানী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। উইকিপিডিয়ার সাথে তিনি ২০০৪ সাল থেকে সম্পৃক্ত আছেন। ২০০৫ সালের আগস্ট মাসে তিনি ইংরেজি উইকিপিডিয়ার প্রশাসক নির্বাচিত হন। ২০০৬ সালের মার্চ-এপ্রিল মাস থেকে বাংলা উইকিপিডিয়াতে তিনি সক্রিয় হন। একই সময় হতে বাংলা উইকিপিডিয়ার প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাটের দায়িত্বেও আছেন। বাংলা উইকিপিডিয়ার প্রথম দিক থেকেই তিনি উইকিপিডিয়াকে জনপ্রিয় করার জন্য ব্লগ, পত্রপত্রিকা, এবং অন্যান্য মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন। বাংলাদেশের নানা বিষয়ের আলোকচিত্র মুক্ত লাইসেন্সে সংগ্রহ করার জন্য তিনি সোশাল মিডিয়াতে কয়েক বছর ধরে প্রচারমূলক কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও ২০১১-১৬ মেয়াদের উইকিমিডিয়া বাংলাদেশের মধ্যবর্তী নির্বাহী পরিষদের সদস্য হিসেবে যুক্ত ছিলেন। সদস্য নম্বর: WMBD-FM-001 (প্রতিষ্ঠাতা সদস্য) উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Ragib ই-মেইল: ragibhasan ![]() |
![]() |
গৌতম রায় | সদস্য, উপদেষ্টা পরিষদ |
গৌতম রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। উইকিপিডিয়ার সঙ্গে তিনি ২০০৮ সাল থেকে সম্পৃক্ত রয়েছেন। বাংলা উইকিপিডিয়াকে জনপ্রিয় করার জন্য তিনি মূলত অফলাইন উইকিপিডিয়া কর্মকাণ্ডের সঙ্গেই বেশি সম্পৃক্ত। এ লক্ষ্যে তিনি ব্লগ ও অনলাইন মিডিয়াতে শুরু থেকেই প্রচারণা চালিয়ে আসছেন। কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয় হওয়ার সুবাদে রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়ের কর্মকাণ্ডের সঙ্গে সর্বাধিক জড়িত। |