উইকিবার্তা

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

উইকিবার্তা হলো মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া ও বৈশ্বিক উইকিমিডিয়া সম্প্রদায়ের সংবাদ সম্পর্কিত বাংলা ভাষার একটি ম্যাগাজিন।

উইকিপিডিয়া, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ। এ বিশ্বকোষটি বিশ্বের ৩০০টির বেশি ভাষায় বর্তমানে পাওয়া যায়। এতোগুলো ভাষায় উইকিপিডিয়া রচনার মূল কারিগর হলেন বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য স্বেচ্ছাসেবক। বিভিন্ন ভাষার উইকিপিডিয়ার মধ্যে আমাদের মাতৃভাষা বাংলা একটি। উইকিপিডিয়া পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকরা মিলে তৈরি করেছেন স্থানীয় উইকিপিডিয়ানদের বিভিন্ন দল/সংস্থা। বাংলাদেশে উইকিমিডিয়ানদের এমন দল বা সংস্থাটি হলো উইকিমিডিয়া বাংলাদেশ।

উইকিপিডিয়া, উইকিমিডিয়া ফাউন্ডেশন ও এর সহপ্রকল্পসমূহ কিংবা উইকিমিডিয়া বাংলাদেশের যাবতীয় কার্যক্রম, ঘটনাপ্রবাহ সম্পর্কে উইকিপিডিয়া সম্প্রদায় তথা বাংলাভাষাভাষীদের জানানোর তাগিদে “উইকিবার্তার” পথচলা শুরু। ২০১৮ সালের ১৪ই এপ্রিল বা ১৪২৫ বঙ্গাব্দের ১লা বৈশাখে সাময়িকীটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

এটি মঈনুল ইসলাম মঈনের সম্পাদনায়, অংকন ঘোষ দস্তিদারমোস্তাফিজুর রহমান সাফির সহ-সম্পাদনায় উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে। বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যদের সাময়িকীটিতে ইমেইলের মাধ্যমে লেখা জমা দেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে।

সাবেক সহ-সম্পাদক