আলাপ:উইকিবার্তা
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১ বছর পূর্বে "উইকিবার্তা এর প্রকাশনা প্রসঙ্গে" অনুচ্ছেদে
উইকিবার্তা এর প্রকাশনা প্রসঙ্গে
[সম্পাদনা]উইকিবার্তা এর শেষ সংখ্যা (৯ম) বের হয় গত ২০২১ সালের জুন মাসের। এর পর আর কোন সংখ্যা বের হয়নি। কিন্তু উইকিবার্তা এর কাজ এখনো চালু হিসেবে 'দেখানো হচ্ছে'। উইকিবার্তার ভবিষ্যত কী? এটির পরবর্তী সংখ্যা নিকট ভবিষ্যতে বের হবার সম্ভাবনা আছে কী? Ishtiak Abdullah (আলাপ) ২১:১০, ৩০ আগস্ট ২০২৩ (বিএসটি)
- ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উইকিবার্তা, উইকিপিডিয়ার অন্যান্য প্রকল্পের মতোই একটি অলাভজনক প্রকল্প যা স্বেচ্ছাসেবকদের অবসরকালীন স্বেচ্ছাশ্রমে চলে আসছে।
- অনলাইনে দীর্ঘ বিরতির একটা বড় কারণ এর একটি অফলাইন প্রিন্ট সংস্করণের কাজ চলমান এবং এর সীমিত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ একই সাথে অনলাইনে এবং অফলাইনে চালিয়ে নেয়া সম্ভব হয়নি। তাছাড়া দলের স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা বেড়ে যাওয়ায় স্বেচ্ছাসেবকের সংখ্যা কমে আসাও দীর্ঘ বিরতির একটা কারণ।
- তবে আশার কথা হলো উইকিবার্তা দলে নতুন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন এবং নতুন আরেকটি সংস্করণের জন্য শিঘ্রই কাজ শুরু করবারও পরিকল্পনা নেয়া হয়েছে ইনশাআল্লাহ। দল আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা প্রার্থণা করছে। আপনাকে আবারও ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩ (বিএসটি)