প্রত্যয় ঘোষ
প্রত্যয় ঘোষ |
ব্যবহারকারী পাতা | ● | আলাপ পাতা | ● | অবদান | ● | কাজ ও পরিসংখ্যান | ● | ইমেইল |
আমি প্রত্যয় ঘোষ একজন উইকিপিডিয়ান। আমি জন্মসূত্রে একজন বাংলাদেশী এবং বর্তমানে ঢাকা, বাংলাদেশে বসবাস করছি। একজন উইকিপিডিয়ান হওয়ার পাশাপাশি, বাস্তবজীবনে আমার একটি ছোট এবং সুন্দর জীবন রয়েছে। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়ন করছি। সেই সূত্রে বলা যায় আবার গণিতের বিষয়ে কিছুটা আগ্রহ রয়েছে। আমি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বিশেষত ক্রিকেট খেলা দেখতে এবং খেলতে দুটি করতেই পছন্দ করি। এছাড়াও সিনেমা দেখতে এবং বই পড়তেও পছন্দ করি। পাশাপাশি কিছুটা বিতর্ক করতে পারি (ভাববেন না, আমি শান্তশিষ্ট মানুষ)। প্রোগ্রামিং বিষয়ে আমার যথেষ্ট আগ্রহ এবং অল্প কিছু জ্ঞান রয়েছে এবং সেই জ্ঞান দিয়ে কিছুটা শখের প্রোগ্রামিংও করতে পারি। সাধারণভাবে আমি আমার সামাজিক মাধ্যমে যোগাযোগের তথ্যের ব্যাপারে তেমন একটা গোপনীয় মানুষ নই। উইকিপিডিয়ার বাইরে আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম নিম্নরূপ। তবে দয়া করে উইকিপিডিয়া বিষয়ক কোন ব্যাপারে আলাপ পাতা অথবা ইমেইল ব্যবহার করুন। |