কার্যক্রম:বাংলা উইকিপিডিয়া কর্মশালা, চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ২০১৪
যোগাযোগ
সমন্বয়কারী
নাহিদ সুলতান
মহীন রীয়াদ
ই-মেইল
টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
বাংলা উইকিপিডিয়া কর্মশালা, চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি
তারিখ ও সময়: ২৯ নভেম্বর ২০১৪, ১০:০০–১৬:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: ১২ জামাল খান সড়ক, চট্টগ্রাম • মানচিত্র
এই কর্মশালাটি চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বাংলা উইকিপিডিয়ার উইকিপিডিয়ান বাড়ানোর লক্ষ্যে আয়োজিত।
বিষয়বস্তু
[সম্পাদনা]কর্মশালায় উইকিপিডিয়া পাঠ, উইকিপিডিয়া সমৃদ্ধ করা, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করাসহ এ কার্যক্রমে যুক্ত হবার নানা বিষয় ধারণা দেয়া হয়। শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়ার ভূমিকা সম্পর্কেও এই কর্মশালায় অবহিত করা হয়।
এছাড়া কর্মশালায় শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়ার ভূমিকা এবং এটি কীভাবে শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক হতে পারে তা ব্যাখ্যা করা হয়।
কার্যক্রম
[সম্পাদনা]এটি ছিল শিক্ষার্থীদের জন্য উইকিপিডিয়ার সঙ্গে পরিচিত হওয়ার এবং এর বিভিন্ন দিক শেখার একটি উল্লেখযোগ্য সুযোগ। কর্মশালায় শিক্ষার্থীরা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পায়, যেমন:
- উইকিপিডিয়া পাঠ: তথ্য অনুসন্ধান ও পড়ার পদ্ধতি।
- উইকিপিডিয়ায় অবদান রাখা: তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলা ভাষায় মানসম্পন্ন তথ্য যোগ করার উপায়।
- নিবন্ধ সম্পাদনা: বিদ্যমান নিবন্ধ সমৃদ্ধ করার কৌশল।
- ছবি যোগ করা: সংশ্লিষ্ট বিষয়বস্তুর সঙ্গে ছবি সংযুক্ত করার দক্ষতা।
সমন্বয়ক
[সম্পাদনা]- নাহিদ সুলতান (NahidSultan • আলাপ), আউটরিচ পরিচালক, উইকিমিডিয়া বাংলাদেশ
- তানভীর মোর্শেদ, সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ
- মহীন রীয়াদ (Moheen • আলাপ), আউটরিচ পরিচালক, উইকিমিডিয়া বাংলাদেশ
- রাফায়েল রাসেল (Rafaell Russell • আলাপ), সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ
- মতিউর রহমান অনি (Motiur Rahman Oni • আলাপ), সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ
অংশগ্রহণকারী
[সম্পাদনা]চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।