কার্যক্রম:একুশে উইকিসমাবেশ চট্টগ্রাম ২০১৬
এই কার্যক্রমটি একুশে উইকিসমাবেশ ২০১৬ কার্যক্রমের একটি অংশ যা একই সাথে নিচের স্থানেগুলোতেও অনুষ্ঠিত হচ্ছে।
· ·
যোগাযোগ
সমন্বয়কারী
মহীন রিয়াদ
ই-মেইল
moheenreeyadwikimedia.org.bd
টুইটার হ্যাশট্যাগ:
#WMBD #WikimediaBD #Wikipedia #BanglaWikipedia #WikipediaBN
- উইকিমিডিয়া বাংলাদেশ
চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ ২০১৬
তারিখ ও সময়: ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০০–১২:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: কে সি দে সড়ক, চট্টগ্রাম • মানচিত্র
প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের উইকিমিডিয়ানরা সমবেত হন। এ দিনে ঐতিহ্যগতভাবে উন্মুক্ত স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পথচারীদের বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে "একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ ২০১৬" আয়োজন করে। এ আয়োজনের উদ্দেশ্য ছিল বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধির আহ্বান জানানো এবং উন্মুক্ত জ্ঞানচর্চায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা।
সমাবেশে অংশগ্রহণকারীরা ঐতিহ্যগতভাবে ব্যানার নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের বাংলা উইকিপিডিয়ায় লেখা ও সম্পাদনার মাধ্যমে অবদান রাখতে উৎসাহিত করেন।
বিষয়বস্তু
[সম্পাদনা]- ব্যানার নিয়ে দাঁড়ানো: অংশগ্রহণকারীরা বাংলা উইকিপিডিয়ার প্রচারণা এবং মুক্ত জ্ঞানচর্চার আহ্বান জানিয়ে "বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধি করুন" শীর্ষক ব্যানার হাতে ব্যানার হাতে শহীদ মিনারের সামনে দাঁড়ান।
- পরিচিতি ও আড্ডা: সমাবেশটি শুধুমাত্র একটি প্রচারণামূলক কার্যক্রম নয়, বরং এটি উইকিমিডিয়ানদের মধ্যে পরিচিতি এবং মত বিনিময়ের একটি মঞ্চ হিসেবে কাজ করে।
- চা চক্র: কার্যক্রম শেষে উপস্থিতরা চা চক্রের মাধ্যমে দিনটি উদযাপন করেন।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- মহীন (Moheen • আলাপ)
- আরিফ
- ইকবাল হোসেন (IqbalHossain • আলাপ)
- তিলোত্তমা তিতলী
- নাজনীন আহমেদ
- ফয়সল (Foysoll Aurdree • আলাপ)
- ফাহাদ আমীন (Fahaad Ameen • আলাপ)
- মতিউর রহমান অনি (Motiur Rahman Oni • আলাপ)
- মিনার মাহমুদ (Minar Mahmud • আলাপ)
- রাফায়েল রাসেল (Rafaell Russell • আলাপ)
- রায়হান রানা (Raihan Rana • আলাপ)
- শুভ মজুমদার (Shuvo Mazumder • আলাপ)
চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সম্মিলনের জন্য অনুস্মারক পেতে!