Executive Committee
অবয়ব
All programs · Meetups · Workshops · Photowalks · Edit-a-thons · Contests · Annual Conferences · Other activities · Images and logos
The following members are currently serving as Members of the Executive Committee of Wikimedia Bangladesh.
Shabab Mustafa | President |
Masum Al Hasan | Secretary |
Moheen Reeyad | Treasurer |
Moheen Reeyad has been involved as a member of the Executive Committee of Wikimedia Bangladesh since 2016. An active Wikimedian, he has been involved with the Wikimedia movement since 2010. He started contributing to Wikimedia projects as a registered user, about thirteen years ago. Currently, he is active in almost all Bengali language projects including Bangla Wikipedia, and Bangla Wikivoyage, besides Wikimedia Commons, Wikidata and Meta-Wiki. Apart from being active online, he is involved in Bengali Wikipedia enrichment campaign activities. He actively conducts various workshops and educational activities for Wikimedia Bangladesh. In early 2014, he formed the first regional user community under Wikimedia Bangladesh named Chattogram WikiCommunity to plan, manage and enrich Wikimedia operations in Chattogram. He worked as Director of Planning and Outreach since the formation of the first Operations Committee. He is currently an administrator on Bengali Wikipedia (since April 2015) and Wikimedia Commons (since April 2017). He is a former admin (2018-19) of Bangla Wikivoyage (2018-19). He was also a member of the Ombudsman commission under the Wikimedia Foundation Board of Trustees, for the term 2021-22. He was also a former member of the Volunteer Response Team (2017-21) and the Global renamer team. He currently has 2,20,000+ edits across various Wikimedia projects. He was also a Local ambassador of Wikipedia to the Moon (2016) and worked as a Google Code-in Mentor for Wikimedia in 2019. Member ID: WMBD-RM-012 (Regular Member) Wikimedia username: Moheen Email: moheenreeyadwikimedia.org.bd |
Ali Haidar Khan | Member |
আলী হায়দার খান (তন্ময়) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বিভিন্ন তথ্যের জন্য ইংরেজি উইকিপিডিয়ার সাথে তার পরিচয় ২০০৪ সাল থেকে। কিন্তু সক্রিয়ভাবে সম্পাদনার কাজ শুরু করেছেন ২০০৮ সালের গোড়া থেকে বাংলা উইকিপিডিয়ায়; সেই সাথে উইকিমিডিয়ার মেটায় বিভিন্ন প্রকল্পের জন্য বাংলা অনুবাদের কাজ করে আসছেন। বর্তমানে তিনি ইংরেজি উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার আরও কিছু প্রকল্পে সক্রিয় আছেন — তবে মূল লক্ষ্য বাংলা উইকিপিডিয়ার প্রচার ও প্রসারের মাধ্যমের এর সক্রিয় ব্যবহারকারী ও নিবন্ধ সংখ্যা বৃদ্ধি করে একে বিশ্বের প্রথম দশটি বড় ও সমৃদ্ধ উইকিপিডিয়ার মধ্যে নিয়ে যাওয়া। তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফান্ড ডিসেমিনেশন কমিটি’র একজন সদস্য ও ভাইস-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে ফাউন্ডেশনের এফডিসি অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবেও তিনি কাজ করেছেন। তিনি পাহাড় ও বনে ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং সুযোগ পেলেই বেরিয়ে পড়েন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও ২০১১-১৬ নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ও ২০১৬-১৮ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির একজন সদস্য, নির্বাহী পরিষদ হিসেবে দায়িত্ব পালন করছেন। Member ID: WMBD-FM-003 (Founding Member) Wikimedia username: Ali Haidar Khan Email: ali.haidarwikimedia.org.bd |
Tanvir Rahman | Member |
তানভির রহমান একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ২০০৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় অনুষ্ঠিত একটি অফলাইন উইকিপিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে উইকিপিডিয়ার সাথে তাঁর পরিচয়। কয়েক মাস পর তারই রেশ ধরে তিনি বাংলা উইকপিডিয়ায় অবদান রাখা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলা উইকিপিডিয়া ছাড়াও ইংরেজি উইকিপিডিয়া, বাংলা উইকিঅভিধান, কমন্স, মেটা-উইকিসহ আরও বিভিন্ন প্রকল্পে সক্রিয় ভাবে কাজ করা শুরু করেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়াসহ আরও কয়েকটি উইকিমিডিয়া প্রকল্পের প্রশাসক। গ্লোবালি তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন স্টুয়ার্ড হিসেবেও কাজ করেছেন। ২০১০ সাল থেকেই তিনি নিয়মিত বাংলাদেশে উইকিপিডিয়ার প্রচারণায় বিভিন্ন অনলাইন ও অফলাইন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পূর্বের নির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। Member ID: WMBD-FM-004 (Founding Member) Wikimedia username: Wikitanvir Email: tanvir.rahmanwikimedia.org.bd |
Ankan Ghosh Dastider | Member |
অংকন ঘোষ দস্তিদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে স্নাতক সম্পন্ন করছেন। নিয়মিত ব্যবহারের পাশাপাশি উইকিপিডিয়ায় তার সক্রিয় অবদান শুরু হয় ২০১২ সালে। প্রথম থেকেই মাতৃভাষা বাংলায় তথ্যঘাটতি লক্ষ্য করে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার প্রতি আগ্রহী হন তিনি; সেইসাথে অন্যান্য সহপ্রকল্পেও অবদান রাখতে শুরু করেন। ব্যক্তিগতভাবে বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি বিষয়ে অবদান রাখতে পছন্দ করেন। অনলাইন কার্যক্রম ছাড়াও কর্মশালা, ফটোওয়াক আয়োজনসহ উইকির নানাবিধ কার্যক্রমেও সক্রিয় অবদান রেখে চলেছেন তিনি। ২০১৭ সালের অক্টোবর মাসে অংকন উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদে যুক্ত হন। উইকিমিডিয়া বাংলাদেশের সাময়িকী উইকিবার্তার সহকারী সম্পাদক হিসেবে কাজ করছেন তিনি। উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি। |