নির্বাহী পরিষদ/প্রাক্তন সদস্য

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

নিচের সদস্যবৃন্দ বিভিন্ন মেয়াদে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাগিব হাসান নির্বাহী সদস্য (২০১১-১৬)
রাগিব হাসান একজন কম্পিউটার বিজ্ঞানী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। উইকিপিডিয়ার সাথে তিনি ২০০৪ সাল থেকে সম্পৃক্ত আছেন। ২০০৫ সালের আগস্ট মাসে তিনি ইংরেজি উইকিপিডিয়ার প্রশাসক নির্বাচিত হন। ২০০৬ সালের মার্চ-এপ্রিল মাস থেকে বাংলা উইকিপিডিয়াতে তিনি সক্রিয় এবং একই সময় হতে বাংলা উইকিপিডিয়ার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাটের দায়িত্বেও আছেন। বাংলা উইকিপিডিয়ার প্রথম দিক থেকেই তিনি উইকিপিডিয়াকে জনপ্রিয় করার জন্য ব্লগ, পত্রপত্রিকা, এবং অন্যান্য মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন। বাংলাদেশের নানা বিষয়ের আলোকচিত্র মুক্ত লাইসেন্সে সংগ্রহ করার জন্য তিনি সোশাল মিডিয়াতে কয়েক বছর ধরে প্রচারমূলক কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

ই-মেইল: ragibhasan at gmail.com
মঈনুল ইসলাম নির্বাহী সদস্য (২০১১-১৬)
মঈনুল ইসলাম, পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ও ওয়েব ডেভলপার। বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় হলেও কমন্স, মেটা, বাংলা উইকিঅভিধান, ইংরেজি উইকিপিডিয়াতেও সক্রিয় আছেন ২০১০ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে। কম্পিউটারের সাথে সখ্য থেকেই শেষ পর্যন্ত প্রযুক্তির পেশায় নিয়োজিত এবং উইকিপিডিয়ার মতো প্রাযুক্তিক উৎকর্ষে অবদান রাখার জন্য অগ্রসর। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার পাশাপাশি তিনি এর প্রচার এবং প্রসারেও কাজ করে থাকেন। অগ্রণী হয়ে বিভিন্ন আলোকচিত্র, অডিও ফাইল, দলিলাদি ইত্যাদি সংগ্রহ করেছেন এবং কমন্সে উন্মুক্ত লাইসেন্সে তা প্রকাশও করেছেন। এছাড়াও ব্লগে, উইকিপিডিয়ার প্রচারে অবদান রাখার চেষ্টা করে থাকেন। ব্যক্তিগতভাবে তিনি প্রকৃতি ও পরিবেশের প্রতি গভীর মমত্ব রাখেন এবং চান যে, সবাই যেন প্রকৃতির প্রতি মমত্ব পোষণ করে এবং পরিবেশ সচেতন হয়। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

ই-মেইল: wz.islam at gmail.com
নাসির খান নির্বাহী সদস্য (২০১১-১৬)
নাসির খান সৈকত ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষার্থী। তিনি বিভিন্ন ধরণের মুক্ত সোর্স সফটওয়্যারের প্রচারণা এবং স্থানীয়করণ প্রকল্পের সাথে যুক্ত আছেন। বাংলাদেশের মুক্ত সোর্স সফটওয়্যার ব্যবহারকারীদের সহযোগিতার জন্য একটি সাপোর্ট গ্রুপ পরিচালনা করছেন। মুক্ত সোর্স দর্শনে উদ্বুদ্ধ হয়ে তিনি উইকিপিডিয়া প্রকল্পে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। শুরু থেকেই তিনি উইকিপিডিয়া সম্পাদনার থেকে অফলাইন কার্যক্রমের সাথে অধিক সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন। উইকিপিডিয়ার গুরুত্ব, এখানে অবদান রাখার পদ্ধতি ও নিয়মাবলী ইত্যাদি বিষয়ে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজন ও পরিচালনা করে আসছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

ই-মেইল: nasir8891 at gmail.com
তারিফ এজাজ নির্বাহী সদস্য (২০১৬-১৮)
তারিফ এজাজ ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। ২০০৬ সালে পত্রিকার একটি প্রবন্ধের মাধ্যমে উইকিপিডিয়ার সাথে পরিচিত হন। ইংরেজি উইকিপিডিয়া দিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত কাজ করা শুরু করেন। অনলাইনে নিবন্ধ সম্পাদনার পাশাপাশি মানুষের কাছে উইকিপিডিয়াকে জনপ্রিয় করে তোলার কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত। এছাড়াও তিনি প্রচারণার পাশাপাশি উইকিপিডিয়ায় সম্পাদনায় আগ্রহীদের জন্য আয়োজিত বিভিন্ন কর্মশালা পরিচালনা করেছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

ই-মেইল: tarif.ezaz at gmail.com
নুরুন্নবী চৌধুরী (হাছিব) নির্বাহী সদস্য (২০১৮)
নুরুন্নবী চৌধুরী হাছিব বাংলা উইকিপিডিয়ার একজন সাবেক উইকিপিডিয়ান। তিনি ২০১৫-২০১৮ মেয়াদে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য ছিলেন। বর্তমানে ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এছাড়াও যুক্ত আছেন বিডিওএসএন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সঙ্গেও। বাংলা উইকিপিডিয়া নিয়ে তার একটি বই প্রকাশিত হয় ২০১৩ সালের একুশে বইমেলায়। বইটির নাম বাংলা উইকিপিডিয়া কী এবং কেন। বাংলা উইকিপিডিয়া কিভাবে কাজ করতে হয় সে বিষয় নিয়েই বইটি।

ই-মেইল:
মুনির হাসান (সভাপতি ২০১১-১৫) (নির্বাহী সদস্য ২০১৬-২১) নির্বাহী সদস্য
মুনির হাসান পেশায় তথ্যপ্রযুক্তিবিদ এবং একজন সক্রিয় মুক্ত সফটওয়্যার কর্মী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর সেখানেই পেশাগত জীবনের প্রায় একযুগ পার করেছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে বর্তমানে পেশাগতভাবে বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দেশে গণিত অলিম্পিয়াড আন্দোলনকে একটি বিশেষ স্তরে উপনীত করার ক্ষেত্রে অন্যদের সঙ্গে তাঁরও সক্রিয় ভূমিকা রয়েছে। এছাড়াও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক হিসেবে ২০০৫ সাল থেকে বাংলা ভাষায় উইকিপিডিয়ার প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও ২০১১-১৬ নির্বাহী পরিষদের সভাপতি ছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ই-মেইল: munir.hasan at bdosn.org