রেজোলিউশন/কার্যনির্বাহী পরিষদ বিলুপ্তি, সেপ্টেম্বর ২০১৯

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

নিচের রেজোলিউশনটি উইকিমিডিয়া বাংলাদেশে নির্বাহী পরিষদ কর্তৃক ২০১৯ সালে পাস হয়েছে।
নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে জন পক্ষে ভোট প্রদান করেছেন ও কেউ বিপক্ষে ভোট প্রদান করেননি। কেউ ভোট প্রদানে বিরত ছিলেন না।
এই ভোট গ্রহণের সময় কারও ভোট প্রদানের অধিকার খর্ব করা হয়নি।


  • পক্ষে ভোট প্রদান করেছেন: শাবাব মুস্তাফা, নাহিদ সুলতান, তানভির মোর্শেদ, তানভির রহমান, মুনির হাসান, আলী হায়দার খান, মহীন রীয়াদ, মাসুম-আল-হাসান ও অংকন ঘোষ দস্তিদার

Whereas, the Executive Committee of Wikimedia Bangladesh has agreed to discontinue/terminate the Operations Committee (“OC”) of the Wikimedia Bangladesh.

It is hereby resolved that OC (and its related resolutions [1][2]) of Wikimedia Bangladesh has been terminated. The resolution is effective immediately when passed.

References

  1. রেজোলিউশন/কার্যনির্বাহী পরিষদ গঠন ও নির্বাচন, ডিসেম্বর ২০১৫
  2. রেজোলিউশন/কার্যনির্বাহী পরিষদ গঠন সংক্রান্ত পূর্ববর্তী রেজোলিউশনের সংশোধনী, সেপ্টেম্বর ২০১৭