বিষয়বস্তুতে চলুন

রেজোলিউশন/কার্যনির্বাহী পরিষদ বিলুপ্তি, সেপ্টেম্বর ২০১৯

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

নিচের রেজোলিউশনটি উইকিমিডিয়া বাংলাদেশে নির্বাহী পরিষদ কর্তৃক {{{অনুমোদনের তারিখ}}} তারিখে পাস হয়েছে।
নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে জন পক্ষে ভোট প্রদান করেছেন ও কেউ বিপক্ষে ভোট প্রদান করেননি। কেউ ভোট প্রদানে বিরত ছিলেন না।
এই ভোট গ্রহণের সময় কারও ভোট প্রদানের অধিকার খর্ব করা হয়নি।


  • পক্ষে ভোট প্রদান করেছেন: শাবাব মুস্তাফা, নাহিদ সুলতান, তানভির মোর্শেদ, তানভির রহমান, মুনির হাসান, আলী হায়দার খান, মহীন রীয়াদ, মাসুম-আল-হাসান ও অংকন ঘোষ দস্তিদার

Whereas, the Executive Committee of Wikimedia Bangladesh has agreed to discontinue/terminate the Operations Committee (“OC”) of the Wikimedia Bangladesh.

It is hereby resolved that OC (and its related resolutions [1][2]) of Wikimedia Bangladesh has been terminated. The resolution is effective immediately when passed.

References

  1. রেজোলিউশন/কার্যনির্বাহী পরিষদ গঠন ও নির্বাচন, ডিসেম্বর ২০১৫
  2. রেজোলিউশন/কার্যনির্বাহী পরিষদ গঠন সংক্রান্ত পূর্ববর্তী রেজোলিউশনের সংশোধনী, সেপ্টেম্বর ২০১৭