বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদ/২০১৮-২০

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
শাবাব মুস্তাফা সভাপতি
শাবাব মুস্তাফা কম্পিউটারে বাংলা ভাষার ব্যবহার জনপ্রিয়করণে কাজ করছেন ২০০৬ সাল থেকে। বাংলা লেখার সফটওয়্যার অভ্রের সাপোর্ট টিমের সাথে কাজ করছেন সমসাময়িক সময় হতেই। উইকিপিডিয়ার সাথে পরিচয় ২০০৫ সালে। বাংলা উইকিপিডিয়া সম্পাদনা করার পাশাপাশি বিভিন্ন উইকি ইভেন্টে কাজ করছেন সংগঠক হিসেবে। সেইসাথে বাংলাদেশে ওপেন সোর্স সফটওয়্যার এবং লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার জনপ্রিয়করণে কাজও করে চলেছেন ২০০৮ সাল থেকে। ব্যক্তিগত জীবনে তিনি ফলিত হিসাব বিজ্ঞানের ছাত্র এবং কর্মক্ষেত্রে মুক্তজীবি হিসেবে ওয়েব উন্নয়নের কাজ করছেন। তিনি আরও ভালোবাসেন ধ্যান, ভ্রমণ এবং বই পড়া। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সদস্য নম্বর: সদস্য নম্বর (সদস্যপদের ধরন)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Tarunno
ই-মেইল: shabab.mustafa at gmail.com
অংকন ঘোষ দস্তিদার সাধারণ সম্পাদক
অংকন ঘোষ দস্তিদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে স্নাতক সম্পন্ন করছেন। নিয়মিত ব্যবহারের পাশাপাশি উইকিপিডিয়ায় তার সক্রিয় অবদান শুরু হয় ২০১২ সালে। প্রথম থেকেই মাতৃভাষা বাংলায় তথ্যঘাটতি লক্ষ্য করে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার প্রতি আগ্রহী হন তিনি; সেইসাথে অন্যান্য সহপ্রকল্পেও অবদান রাখতে শুরু করেন। ব্যক্তিগতভাবে বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি বিষয়ে অবদান রাখতে পছন্দ করেন। অনলাইন কার্যক্রম ছাড়াও কর্মশালা, ফটোওয়াক আয়োজনসহ উইকির নানাবিধ কার্যক্রমেও সক্রিয় অবদান রেখে চলেছেন তিনি। ২০১৭ সালের অক্টোবর মাসে অংকন উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদে যুক্ত হন। উইকিমিডিয়া বাংলাদেশের সাময়িকী উইকিবার্তার সহকারী সম্পাদক হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সদস্য নম্বর: সদস্য নম্বর (সদস্যপদের ধরন)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: ANKAN
ই-মেইল: ankanghoshdastider@gmail.com
তানভির মোর্শেদ কোষাধ্যক্ষ
তানভির মোর্শেদ একজন স্নাতক শিক্ষার্থী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। পাঠক হিসেবে উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ততা বেশ আগে থেকে হলেও অবদানকারী হিসেবে ২০০৯-এ ইংরেজি উইকিপিডিয়ার মাধ্যমে তাঁর উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু হয়। ইন্টারনেটে বাংলা ভাষায় তথ্য-উপাত্তের অপর্যাপ্ততা উপলব্ধি করে এবং জ্ঞানের বিভিন্ন বিষয় বাংলাতে উপস্থাপনের প্রয়াসে তিনি পরবর্তীতে ইংরেজির পাশাপাশি বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করেন। বর্তমানে তিনি মূলত বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করে থাকেন। বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ার পাশাপাশি তিনি উইকিমিডিয়া কমন্স এবং বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্পসমূহ, বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধকরণ ও প্রচারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ।
সদস্য নম্বর: সদস্য নম্বর (সদস্যপদের ধরন)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Tanweer Morshed
ই-মেইল: wiki.tanweer at gmail.com
মুনির হাসান নির্বাহী সদস্য
মুনির হাসান পেশায় তথ্যপ্রযুক্তিবিদ এবং একজন সক্রিয় মুক্ত সফটওয়্যার কর্মী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর সেখানেই পেশাগত জীবনের প্রায় একযুগ পার করেছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে বর্তমানে পেশাগতভাবে বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দেশে গণিত অলিম্পিয়াড আন্দোলনকে একটি বিশেষ স্তরে উপনীত করার ক্ষেত্রে অন্যদের সঙ্গে তাঁরও সক্রিয় ভূমিকা রয়েছে। এছাড়াও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক হিসেবে ২০০৫ সাল থেকে বাংলা ভাষায় উইকিপিডিয়ার প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও ২০১১-১৬ নির্বাহী পরিষদের সভাপতি ছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সদস্য নম্বর: সদস্য নম্বর (সদস্যপদের ধরন)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Munirhasan
ই-মেইল: munir.hasan at bdosn.org
আলী হায়দার খান নির্বাহী সদস্য
আলী হায়দার খান (তন্ময়) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বিভিন্ন তথ্যের জন্য ইংরেজি উইকিপিডিয়ার সাথে তার পরিচয় ২০০৪ সাল থেকে। কিন্তু সক্রিয়ভাবে সম্পাদনার কাজ শুরু করেছেন ২০০৮ সালের গোড়া থেকে বাংলা উইকিপিডিয়ায়; সেই সাথে উইকিমিডিয়ার মেটায় বিভিন্ন প্রকল্পের জন্য বাংলা অনুবাদের কাজ করে আসছেন। বর্তমানে তিনি ইংরেজি উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার আরও কিছু প্রকল্পে সক্রিয় আছেন — তবে মূল লক্ষ্য বাংলা উইকিপিডিয়ার প্রচার ও প্রসারের মাধ্যমের এর সক্রিয় ব্যবহারকারী ও নিবন্ধ সংখ্যা বৃদ্ধি করে একে বিশ্বের প্রথম দশটি বড় ও সমৃদ্ধ উইকিপিডিয়ার মধ্যে নিয়ে যাওয়া। তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফান্ড ডিসেমিনেশন কমিটি’র একজন সদস্য ও ভাইস-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে ফাউন্ডেশনের এফডিসি অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবেও তিনি কাজ করেছেন। তিনি পাহাড় ও বনে ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং সুযোগ পেলেই বেরিয়ে পড়েন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও ২০১১-১৬ নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ও ২০১৬-১৮ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সদস্য নম্বর: সদস্য নম্বর (সদস্যপদের ধরন)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Ali Haidar Khan
ই-মেইল: tonmoy.du at gmail.com
তানভির রহমান নির্বাহী সদস্য
তানভির রহমান একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ২০০৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় অনুষ্ঠিত একটি অফলাইন উইকিপিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে উইকিপিডিয়ার সাথে তাঁর পরিচয়। কয়েক মাস পর তারই রেশ ধরে তিনি বাংলা উইকপিডিয়ায় অবদান রাখা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলা উইকিপিডিয়া ছাড়াও ইংরেজি উইকিপিডিয়া, বাংলা উইকিঅভিধান, কমন্স, মেটা-উইকিসহ আরও বিভিন্ন প্রকল্পে সক্রিয় ভাবে কাজ করা শুরু করেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়াসহ আরও কয়েকটি উইকিমিডিয়া প্রকল্পের প্রশাসক। গ্লোবালি তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন স্টুয়ার্ড হিসেবেও কাজ করেছেন। ২০১০ সাল থেকেই তিনি নিয়মিত বাংলাদেশে উইকিপিডিয়ার প্রচারণায় বিভিন্ন অনলাইন ও অফলাইন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পূর্বের নির্বহী পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সদস্য নম্বর: সদস্য নম্বর (সদস্যপদের ধরন)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Wikitanvir
ই-মেইল: tanvir.rahman at wikimedia.org.bd
মহীন রীয়াদ নির্বাহী সদস্য
মহীন রীয়াদ, একজন সক্রিয় উইকিমিডিয়ান, যিনি ২০১০ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি প্রায় আট বছর পূর্বে, ডিসেম্বর ২৮, ২০১০ সালে ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধিত হওয়ার মাধ্যমে উইকিপিডিয়ায় অবদান রাখতে শুরু করেন, পরবর্তীতে বাংলা উইকিপিডিয়া এবং বাংলা ভাষার প্রায় সমস্ত প্রকল্পেসমূহে সক্রিয় হওয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স, উইকিউপাত্ত এবং মেটা-উইকিতে অবদান রাখছেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়ার (এপ্রিল ২০১৫ থেকে), বাংলা উইকিভ্রমণ (আগস্ট ২০১৮ থেকে) এবং উইকিমিডিয়া কমন্সের (এপ্রিল ২০১৭ থেকে) একজন প্রশাসক। এযাবৎ বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে তার সম্পাদনা সংখ্যা ৯০,০০০+। এছাড়াও তিনি উইকিমিডিয়ার ওটিআরএস এবং বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের সদস্য। অনলাইনে সক্রিযতার পাশাপাশি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণ-প্রচারণামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের হয়ে সক্রিয়ভাবে বিভিন্ন কর্মশালা ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। বর্তমানে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য। ২০১৪ সালে, চট্টগ্রামে উইকিপিডিয়ার কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা এবং ব্যবহারকারী সমৃদ্ধ করার লক্ষে চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় নামে উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে প্রথম অঞ্চলিক ব্যবহারকারী সম্প্রদায় গঠন করেন, বর্তমানে যা সক্রিয়ভাবে কাজ করছে। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে পরিকল্পনা ও আউটরিচ পরিচালক হিশেবে দায়িত্ব পালন করছেন। বাস্তব জীবনে তিনি একজন ইন্টারনেট সক্রিয়কর্মী।
সদস্য নম্বর: সদস্য নম্বর (সদস্যপদের ধরন)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Moheen
ই-মেইল: moheenreeyad@wikimedia.org.bd
মাসুম-আল-হাসান নির্বাহী সদস্য
মাসুম-আল-হাসান রকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। উইকিপিডিয়ার সাথে পরিচয় অনেক আগে থেকে হলেও উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেন ২০১৩ সাল থেকে। তিনি বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স ও অন্যান্য বাংলা প্রকল্পসমূহেও কাজ করে থাকেন। রাজশাহী তথা উত্তরবঙ্গে উইকিপিডিয়ার প্রতি সকলের সচেতনতা বৃদ্ধি করার লক্ষেই তার উইকিপিডিয়ার প্রচারণায় বিভিন্ন অনলাইন ও অফলাইন কর্মকাণ্ডে তিনি প্রবেশ করেন। বাংলাদেশের প্রথম উইকি ক্লাবের প্রতিষ্ঠাতায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। বর্তমানে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের একজন সদস্য। পাশাপাশি তিনি রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়ের সমন্বয়ক হিসেবেও কাজ করছেন।
সদস্য নম্বর: সদস্য নম্বর (সদস্যপদের ধরন)
উইকিমিডিয়া ব্যবহারকারী নাম: Masum-al-hasan
ই-মেইল: masum.ru.apee at gmail.com