চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায়/ar
الصحافة
|
التواصل
|
احتفالات
|
الفعاليات
|
اللقاءات
|
متطوعون
|
المسؤوليات
|
-
উইকিপিডিয়ায় কর্মশালায় শিক্ষার্থীরা উইকিপিডিয়া লোগো-চিহ্ন প্রদর্শন করছে। ছবি: মতিউর রহমান অনি / সিসি-বাই-এসএ ৪.০
চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় উইকিমিডিয়া বাংলাদেশের সাতটি আঞ্চলিক সম্প্রদায়ের মধ্যে গঠিত প্রথম সম্প্রদায়, যেটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে উইকিমিডিয়া প্রকল্পসমূহের প্রচারণা ও প্রসারণে স্বেচ্ছাসেবকদের সহায়তা প্রদানের জন্য কাজ করে। সম্প্রদায়টি ২০১৪ সালের ১৪ জুলাই গঠিত হয়, এবং ২০১৬ সালের নভেম্বরর উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক পরিষদ গঠনতন্ত্র অনুযায়ী অনুমোদন লাভ করে।
এই সম্প্রদায়ের প্রাথমিক লক্ষ্য উইকিমিডিয়া প্রকল্পসমূহে চট্টগ্রাম সম্পর্কিত তথ্য-উপাত্তের সমৃদ্ধি ঘটানো, এবং চট্টগ্রাম অঞ্চলে স্বেচ্ছাসেবক বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। এযাবৎ সক্রিয় এবং নিষ্ক্রিয় মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবক এই সম্প্রদায়ে অবদান রেখেছেন। এদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থী ও পেশাজীবী।
সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে উইকিপিডিয়ানদের নিয়ে আড্ডা (উইকিমিটআপ), শিক্ষাপ্রতিষ্ঠানে উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা, উইকিপিডিয়ানদের কাজের সহায়ক প্রকল্প, ফটোওয়াক প্রভৃতির আয়োজন এবং তত্বাবধায়ন করা। সর্বোপরী চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় উইকিমিডিয়া আন্দোলনের লক্ষ্যের অংশ হিসেবে সক্রিয় ভূমিকা রাখে।
উদ্দেশ্য
- চট্টগ্রামে অঞ্চলে উইকিমিডিয়া প্রকল্পসমূহের পরিচিতি উন্নয়ন।
- উইকিমিডিয়া প্রকল্পসমূহে চট্টগ্রাম সম্পর্কিত তথ্য-উপাত্তের সমৃদ্ধি ঘটানো।
- শিক্ষার্থী ও অন্যান্য পেশাজীবীদের মুক্ত বিশ্বকোষ এবং মুক্ত জ্ঞানভাণ্ডারের সাথে পরিচয় করানো এবং কার্যকরী উপায়ে সেগুলোর ব্যবহার নিশ্চিত করা।
- স্থানীয়ভাবে বিভিন্ন সমমনা শিক্ষা-প্রতিষ্ঠান, সংস্থা, জাদুঘর ও অন্যান্যদের সাথে যৌথভাবে উইকিমিডিয়ার শিক্ষামূলক/অ-লাভজনক কার্যক্রমের প্রচার ও প্রসারে কর্মশালা, সভা, সম্মেলন, ফটোওয়াক এবং আড্ডার আয়োজন করা।
- উইকিমিডিয়া ফাউন্ডেশনের শিক্ষামূলক কার্যক্রম গতিশীল করা।
- উইকিমিডিয়ায় বিদ্যমান শিক্ষামূলক বিষয়য়াদীর ব্যবহারে উৎস প্রদান করে শিক্ষাক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখা।
- মুক্ত বিশ্বকোষের মাধ্যমে চট্টগ্রামের সংস্কৃতি-ঐতিয্য সংরক্ষণ করা।
- বিভিন্ন সংস্কৃতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করা।
- চট্টগ্রামের আঞ্চলিক ভাষাসমূহ নিয়ে মুক্ত বিশ্বকোষের আলোকে কাজ করা।
যোগ দিন
যোগাযোগ
- ঠিকানা
- চট্টগ্রাম, বাংলাদেশ।
- ভৌগলিক স্থানাঙ্ক
- <span class="geo-dms" title="এই অবস্থানের জন্য মানচিত্র, আকাশ থেকে তোলা চিত্র, এবং অন্যান্য তথ্য">২২°১৯′৩১″ উত্তর ৯১°৪৮′৪০″ পূর্ব
- গুগল মানচিত্র @22.3253081,91.8110981
- ওএসএম @22.3409309, 91.8212473
- ইমেইল
- wikimediactg@gmail.com
- মোবাইল: +৮৮০ ১৭২৩ ৫০২৭৫০
- হ্যাশট্যাগ
- #WikipediaCTG
- ইউআরএল
- bd.wikimedia.org/wiki/Chattogram
আরও দেখুন
বহিঃসংযোগ
এই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।