বিষয়বস্তুতে চলুন

কার্যনির্বাহী পরিষদ/সাবেক

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
আলী হায়দার খান সম্প্রদায় পরিচালক, অর্থসংস্থান ও অনুদান
আলী হায়দার খান (তন্ময়) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বিভিন্ন তথ্যের জন্য ইংরেজি উইকিপিডিয়ার সাথে তার পরিচয় ২০০৪ সাল থেকে। কিন্তু সক্রিয়ভাবে সম্পাদনার কাজ শুরু করেছেন ২০০৮ সালের গোড়া থেকে বাংলা উইকিপিডিয়ায়; সেই সাথে উইকিমিডিয়ার মেটায় বিভিন্ন প্রকল্পের জন্য বাংলা অনুবাদের কাজ করে আসছেন। বর্তমানে তিনি ইংরেজি উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার আরও কিছু প্রকল্পে সক্রিয় আছেন — তবে মূল লক্ষ্য বাংলা উইকিপিডিয়ার প্রচার ও প্রসারের মাধ্যমের এর সক্রিয় ব্যবহারকারী ও নিবন্ধ সংখ্যা বৃদ্ধি করে একে বিশ্বের প্রথম দশটি বড় ও সমৃদ্ধ উইকিপিডিয়ার মধ্যে নিয়ে যাওয়া। তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফান্ড ডিসেমিনেশন কমিটি’র একজন সদস্য ও ভাইস-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে ফাউন্ডেশনের এফডিসি অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবেও তিনি কাজ করেছেন। তিনি পাহাড় ও বনে ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং সুযোগ পেলেই বেরিয়ে পড়েন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পূর্বের নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন ও বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বায়িত্ব পালন করছেন।

ই-মেইল: tonmoy.du at gmail.com
নাহিদ সুলতান সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ
নাহিদ সুলতান, প্রায় তিন বছর নয় মাস পূর্বে ৩০শে এপ্রিল ২০১২ সালে ইংরেজি উইকিপিডিয়ায় একাউন্ট তৈরির মাধ্যমে উইকিপিডিয়ায় যাত্রা শুরু করেন। পরবর্তিতে ক্রমেই বাংলা উইকিপিডিয়া ও উইকিবই, উইকিমিডিয়া কমন্স, মেটা ও অন্যান্য ছোট উইকিমিডিয়া প্রকল্পসমূহে অবদান রাখার মাধ্যমে গ্লোবাল উইকিমিডিয়া সম্প্রদায়ে তার পদচারণা শুরু হয়। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়া (ডিসেম্বর ২০১৩ থেকে), উইকিমিডিয়া কমন্স (মে ২০১৪ থেকে) ও মেটার (জানুয়ারি ২০১৫ থেকে) একজন প্রশাসক হিসেবেও অবদান রাখছেন। এছাড়াও তিনি মার্চ, ২০১৫ থেকে উইকিমিডিয়ার ছোট উইকিসমূহের একজন বৈশ্বিক প্রশাসক হিসেবেও কাজ করছেন। এসব দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে উইকিমিডিয়া অমবাডসম্যান কমিশনেরও একজন সদস্য হিসেবে রয়েছেন যারা উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের পক্ষে এর প্রাইভেসি পলিসি, অ্যাক্সেস টু ননপাবলিক ইনফরমেশন পলিসি, চেকইউজার ও ওভারসাইট পলিসির লংঘন বিষয়ে তদন্ত করা ও এ বিষয়ে ট্রাস্টি বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। এখন পর্যন্ত বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে তার সম্পাদনা সংখ্যা ৫৭,৫০০+। অনলাইনে অবদানের পাশাপাশি তিনি উইকিমিডিয়া বাংলাদেশের হয়ে সক্রিয়ভাবে বিভিন্ন কর্মশালা ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ই-মেইল: nahid at wikimedia.org.bd
রাফায়েল রাসেল সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ
রাফায়েল রাসেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে তার স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে অনলাইন সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। ২০১০-এ পাঠক হিসেবে উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ত হলেও উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করেন ইংরেজি উইকিপিডিয়ার মাধ্যমে। তথ্যের শক্তি সম্পর্কে সম্যক ধারণা ও বাংলা ভাষায় একটি মুক্ত বিশ্বকোষের প্রয়োজনীয়তা উপলব্ধি করে ইংরেজির পাশাপাশি বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেন ২০১৪-এ। তিনি বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী। বাংলা ও ইংরেজির পাশাপাশি তিনি উইকিপিডিয়া কমন্স এবং অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পসমুহের বিশেষতঃ বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধকরণ ও মানোন্নয়নে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সাথে যুক্ত আছেন। তিনি কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বায়িত্ব পালন করছেন।

ই-মেইল: rafaellrussell at gmail.com
তানভির মোর্শেদ সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ
তানভির মোর্শেদ একজন স্নাতক শিক্ষার্থী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। পাঠক হিসেবে উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ততা বেশ আগে থেকে হলেও অবদানকারী হিসেবে ২০০৯-এ ইংরেজি উইকিপিডিয়ার মাধ্যমে তাঁর উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু হয়। ইন্টারনেটে বাংলা ভাষায় তথ্য-উপাত্তের অপর্যাপ্ততা উপলব্ধি করে এবং জ্ঞানের বিভিন্ন বিষয় বাংলাতে উপস্থাপনের প্রয়াসে তিনি পরবর্তীতে ইংরেজির পাশাপাশি বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করেন। বর্তমানে তিনি মূলত বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করে থাকেন। বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ার পাশাপাশি তিনি উইকিমিডিয়া কমন্স এবং বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্পসমূহ, বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধকরণ ও প্রচারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বায়িত্ব পালন করছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ।

ই-মেইল: wiki.tanweer at gmail.com
নুরুন্নবী চৌধুরী সম্প্রদায় পরিচালক, মিডিয়া ও যোগাযোগ
নুরুন্নবী চৌধুরী হাছিব বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় উইকিপিডিয়ান। জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ে তথ্য বাংলা ভাষায় বাংলা ভাষাভাষীদের সকলের কাছে পৌঁছে দেবার এই চেষ্টায় তিনি নিজেকে সম্পৃক্ত করার লক্ষ্যি কাজ করে যাচ্ছেন। বর্তমানে ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্ক বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এছাড়াও যুক্ত আছেন বিডিওএসএন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সঙ্গেও। বাংলা উইকিপিডিয়া নিয়ে তার একটি বই প্রকাশিত হয় ২০১৩ সালের একুশে বইমেলায়। বইটির নাম বাংলা উইকিপিডিয়া কী এবং কেন। বাংলা উইকিপিডিয়া কিভাবে কাজ করতে হয় সে বিষয় নিয়েই বইটি। বর্তমানে নিয়মিত বাংলা উইকিপিডিয়ায় অবদানের পাশাপাশি প্রশাসক হিসেবেও কাজ করছেন। এছাড়াও যুক্ত আছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ইন্ডিভিজ্যুয়াল এঙ্গেজমেন্ট গ্র্যান্টস (আইইজি) কমিটির এবং গ্র্যান্টস অ্যাডভাইজারি কমিটি (জিএসি) সদস্য হিসেবে। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ই-মেইল: nhasive at wikimedia.org.bd
নাসির খান সম্প্রদায় পরিচালক, প্রকাশনা ও কারিগরী
নাসির খান সৈকত ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষার্থী। তিনি বিভিন্ন ধরণের মুক্ত সোর্স সফটওয়্যারের প্রচারণা এবং স্থানীয়করণ প্রকল্পের সাথে যুক্ত আছেন। বাংলাদেশের মুক্ত সোর্স সফটওয়্যার ব্যবহারকারীদের সহযোগিতার জন্য একটি সাপোর্ট গ্রুপ পরিচালনা করছেন। মুক্ত সোর্স দর্শনে উদ্বুদ্ধ হয়ে তিনি উইকিপিডিয়া প্রকল্পে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। শুরু থেকেই তিনি উইকিপিডিয়া সম্পাদনার থেকে অফলাইন কার্যক্রমের সাথে অধিক সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন। উইকিপিডিয়ার গুরুত্ব, এখানে অবদান রাখার পদ্ধতি ও নিয়মাবলী ইত্যাদি বিষয়ে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজন ও পরিচালনা করে আসছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক নির্বাহী সদস্য। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বায়িত্ব পালন করছেন।

ই-মেইল: nasir8891 at gmail.com
মুসফিকুর রহমান সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, রাজশাহী
মুসফিকুর রহমান মুন্না অধ্যয়ন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এম(ইঞ্জিনিয়ারিং) নিয়ে। সম্প্রতি একই বিষয় নিয়ে স্নাতক শেষ করেছেন তিনি। এছাড়া তিনি কর্মরত রয়েছেন একটি জাতীয় অনলাইন সংবাদ মাধ্যমের রাজশাহী প্রতিনিধি হিসাবে। ছোটবেলা থেকে প্রযুক্তিগত বিষয়ের প্রতি আগ্রহ ছিল তার। ছিল লেখালেখির প্রতি প্রবল ঝোঁক। উইকিপিডিয়ার সাথে অনেক আগে থেকে পরিচয় থাকলেও ২০১৫ সালে উইকিপিডিয়াতে একাউন্ট খুলে সক্রিয় হোন উইকিপিডিয়া সম্মৃদ্ধ করার কাজে। প্রযুক্তি আর সৃজনশীল লেখালেখির সমন্বয় ঘটিয়ে উইকিপিডিয়াকে আরো তথ্যবহুল বিশ্বকোষ হিসাবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন তিনি। শুধু অনলাইনেই থেমে থাকা নয়। অনলাইন কার্যক্রমের পাশাপাশি সক্রিয় আছেন বিভিন্ন অফলাইন কার্যক্রমে। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের একজন সম্প্রদায় পরিচালক হিসাবে এপ্রিল ২০১৬ থেকে এপ্রিল ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করছেন।

ই-মেইল: musfiq.munna@wikimedia.org.bd
মতিউর রহমান অনি সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, চট্টগ্রাম
তিনি উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের একজন সম্প্রদায় পরিচালক হিসাবে এপ্রিল ২০১৬ থেকে এপ্রিল ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করছেন।

ই-মেইল: