বিষয়বস্তুতে চলুন

কার্যক্রম:বাংলা উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় (বালক শাখা)

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় আয়োজিত

বাংলা উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়

— অফলাইনে আয়োজিত একটি কর্মশালা —


তারিখ: ১৬ আগস্ট ২০১৫
সময়: ১২:০০–১৪:০০ বিএসটি
স্থান: আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় (বালক শাখা)
ঠিকানা: আগ্রাবাদ, চট্টগ্রাম• মানচিত্র
যোগাযোগ

হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD

উইকিমিডিয়া বাংলাদেশ

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন লিঙ্কডইনে আমাদের অনুসরণ করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন

বাংলা উইকিপিডিয়া

ফেসবুকে আমাদের পাতা পছন্দ করুন টুইটারে আমাদের অনুসরণ করুন ইন্সটাগ্রামে আমাদের অনুসরণ করুন

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার (bn.wikipedia.org) দশম বর্ষপূর্তীর দেশব্যাপী নানা কার্যক্রমের অংশ হিসেবে ২০১৫ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে (বালক শাখা) 'উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম' আয়োজন করে। কর্মশালায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান আন্দোলনে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করাই ছিল এই কর্মশালার লক্ষ্য।

বিষয়বস্তু

[সম্পাদনা]

কর্মশালায় উইকিপিডিয়া পাঠ, উইকিপিডিয়া সমৃদ্ধ করা, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করাসহ এ কার্যক্রমে যুক্ত হবার নানা বিষয় ধারণা দেয়া হয়। শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়ার ভূমিকা সম্পর্কেও এই কর্মশালায় অবহিত করা হয়।

এছাড়া কর্মশালায় শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়ার ভূমিকা এবং এটি কীভাবে শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক হতে পারে তা ব্যাখ্যা করা হয়।

কার্যক্রম

[সম্পাদনা]
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ

এটি ছিল শিক্ষার্থীদের জন্য উইকিপিডিয়ার সঙ্গে পরিচিত হওয়ার এবং এর বিভিন্ন দিক শেখার একটি উল্লেখযোগ্য সুযোগ। কর্মশালায় শিক্ষার্থীরা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পায়, যেমন:

  • উইকিপিডিয়া পাঠ: তথ্য অনুসন্ধান ও পড়ার পদ্ধতি।
  • উইকিপিডিয়ায় অবদান রাখা: তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলা ভাষায় মানসম্পন্ন তথ্য যোগ করার উপায়।
  • নিবন্ধ সম্পাদনা: বিদ্যমান নিবন্ধ সমৃদ্ধ করার কৌশল।
  • ছবি যোগ করা: সংশ্লিষ্ট বিষয়বস্তুর সঙ্গে ছবি সংযুক্ত করার দক্ষতা।

সমন্বয়ক

[সম্পাদনা]
  • মহীন রীয়াদ (Moheenআলাপ), আউটরিচ পরিচালক, উইকিমিডিয়া বাংলাদেশ
  • রাফায়েল রাসেল (Rafaell Russellআলাপ), সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ
  • মতিউর রহমান অনি (Motiur Rahman Oniআলাপ), সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ

উপসংহার

[সম্পাদনা]

উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও মুক্ত জ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের বাংলা উইকিপিডিয়া সম্বন্ধে জ্ঞান দেয়নি, বরং তাদের বাংলা ভাষায় মানসম্পন্ন তথ্য তৈরির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ বাংলাদেশের মুক্ত জ্ঞান সম্প্রসারণ এবং শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

চিত্রশালা

[সম্পাদনা]

এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে