উইকিপিডিয়া আঞ্চলিক সম্প্রদায়ের কাঠামো

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক পরিচালিত আঞ্চলিক সম্প্রদায়সমূহের কাঠামো ও নীতিমালা

২০১৪ থেকেই উইকিমিডিয়া বাংলাদেশ বিভিন্ন বিভাগীয় শহরে অফলাইন কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক সম্প্রদায় গঠনের বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে। পরবর্তিতে সংগঠনের বিভিন্ন সভাতেও এ বিষয়টি উঠে আসে। এরপর একে একে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে আঞ্চলিক সম্প্রদায় গঠিত হয়। এরপর আঞ্চলিক সম্প্রদায়সমূহের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক একটি নীতিমালা বা কাঠামো গঠন সংক্রান্ত আলোচনা হয় ফেব্রুয়ারি ৬, ২০১৬-এর নির্বাহী পরিষদের বৈঠকে। নিম্নের নথিটি আঞ্চলিক সম্প্রদায়ের সাংগঠনিক কার্যক্রম ও এর পরিচালনা সংক্রান্ত বিষয়সমূহ নির্দেশ করছে।

  • উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক অনুমোদনপ্রাপ্ত আঞ্চলিক সম্প্রদায় গঠিত হবে শুধুমাত্র বিভাগীয় শহরে। আঞ্চলিক সম্প্রদায়ের লিয়াজন হিসেবে নির্বাহী বা কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য যুক্ত থাকবেন যিনি সংশ্লিষ্ট সম্প্রদায়ের সাথে যোগাযোগ রক্ষা করবেন।
  • আঞ্চলিক সম্প্রদায় চাইলে সংশ্লিষ্ট বিভাগে তারা বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে কার্যক্রম পরিচালনা করতে পারে। এ জন্য সতন্ত্র দলও গঠন করা যেতে পারে।
  • অঞ্চলিক সম্প্রদায়ের কমপক্ষে একজন সদস্য উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদে ‘কমিউনিটি ডিরেক্টর, রিজিওনাল অপারেশন্স’ পদে থাকবেন।
  • স্ব-স্ব সম্প্রদায়ের প্রধানগণকে অবশ্যই উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত সদস্য হতে হবে।
  • আঞ্চলিক সম্প্রদায় নিজেদের মধ্যে নির্বাচন বা আলোচনা করে আঞ্চলিক কমিটি গঠন করবেন। এক্ষেত্রে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী বা কার্যনির্বাহী পরিষদ প্রয়োজন অনুসারে সাহায্য করবে।
  1. আঞ্চলিক কমিটি ৫ সদস্য এর বেশি হওয়া যাবে না। আঞ্চলিক সম্প্রদায় তাদের প্রয়োজন অনুযায়ী কমিটির সদস্যদের মাঝে দায়িত্ব ভাগ করে দেবেন। ‘কমিউনিটি ডিরেক্টর, রিজিওনাল অপারেশন্স’ পদে যিনি থাকবেন তিনি সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক হিসেবে থাকবেন (একাধিক হলে একাধিক প্রধান সমন্বয়ক থাকবেন)। এছাড়া, কমিটির বাকী সদস্যদের পদের নাম হবে, “সমন্বয়ক, [স্থানের নাম] উইকিপিডিয়া সম্প্রদায়”।
  2. কমিটির একটি পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সেটি ফাঁকা থাকবে।
  3. কমিটির মেয়াদ হবে এক বছর।
  4. প্রতি বছর উইকিমিডিয়া বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত হওয়ার পরবর্তি ৬০ দিনের মাঝে আঞ্চলিক কমিটির কাউন্সিল সম্পন্ন করতে হবে।
  • সম্প্রদায় অন্যান্য কার্যক্রমের সাথে সাথে প্রতি মাসে অন্তত একবার মিট-আপ বা আড্ডার আয়োজন করবে।
  • আঞ্চলিক সম্প্রদায়কে প্রতি মাসের শেষে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ বরাবর কার্যক্রমের রিপোর্ট জমা দিতে হবে।
  • আঞ্চলিক সম্প্রদায়ের নামের ফ্যারমেট হবে: স্থানের নাম এবং পরের অংশে ‘উইকিপিডিয়া কমিউনিটি’। যেমন, Chattogram Wikipedia Community এবং নাম বাংলা বা ইংরেজি যেকোনভাবেই হতে পারে।