আঞ্চলিক সম্প্রদায়সমূহ/আবেদন টেমপ্লেট
অবয়ব
- ইমেইল: infowikimedia.org.bd
- বিষয়: [অঞ্চল] উইকিপিডিয়া সম্প্রদায় অনুমোদনের আবেদন
- আবেদন মূল:
সুধী,
শুভেচ্ছা নেবেন। আমি [নাম], [অঞ্চল] থেকে উইকিমিডিয়া প্রকল্পের একজন নিয়মিত অবদানকারী এবং উইকিমিডিয়া বাংলাদেশের একজন নিয়মিত সদস্য। বর্তমানে আমি [অঞ্চল] উইকিমিডিয়ার কার্যক্রম প্রসারের লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের কাছে [সম্প্রদায়ের নাম] আঞ্চলিক সম্প্রদায় হিসেবে অনুমোদন দেওয়ার জন্য আবেদন করছি। উল্লেখ্য, [সম্প্রদায়ের নাম] সম্প্রদায় উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক সম্প্রদায় গঠনের নির্দেশিকা[১] ও আঞ্চলিক পরিষদ গঠন সংক্রান্ত রেজ্যুলেশনের[২] মানদণ্ড পূরণ করেছে বলেই আমার বিশ্বাস।
- সম্প্রদায়ের নাম:
- ওয়েবসাইট:
- প্রস্তাবিত প্রধান সমন্বয়ক:[বাংলা ও ইংরেজি নাম, ব্যবহারকারী নাম, ইমেইল ঠিকানা]
- সহ-সমন্বয়কগণ: [বাংলা ও ইংরেজি নাম, ব্যবহারকারী নাম, ইমেইল ঠিকানা]
- পূর্ববর্তী কার্যক্রম: [তালিকা]
- ভবিষ্যৎ পরিকল্পনা: [সম্প্রদায়ের ভবিষ্যৎ পরিকল্পনা]
অনুমোদন পেলে [নাম] উইকিপিডিয়া সম্প্রদায়, আঞ্চলিক সম্প্রদায়সমূহ পরিচালনার নির্দেশিকা মনে পরিচালিত হবে এবং উইকিমিডিয়ার সকল নীতি ও কোড অব কনডাক্ট মেনে চলবে।
তথ্যসূত্র
১. https://bd.wikimedia.org/s/1pg
২. https://bd.wikimedia.org/s/1pi