আঞ্চলিক সম্প্রদায়সমূহ/নির্দেশিকা

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

উইকিমিডিয়া বাংলাদেশের শিক্ষামূলক কার্যক্রম দেশব্যাপী প্রচার ও প্রসার, কেন্দ্রীয় কার্যক্রম বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া এবং বাংলা উইকিপিডিয়া তথা উইকিমিডিয়ার প্রকল্পসমূহের বিস্তার ও সচেতনতা তৈরির উদ্দেশ্যে উইকিমিডিয়া বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জেলায় স্বেচ্ছাসেবী উইকিমিডিয়ানদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী উইকিপিডিয়া সম্প্রদায় অনুমোদন দিয়ে থাকে।

আঞ্চলিক সম্প্রদায়সমূহের প্রাথমিক উদ্দেশ্য ও লক্ষ্য[সম্পাদনা]

সম্প্রদায়ের প্রাথমিক লক্ষ্য উইকিমিডিয়া প্রকল্পসমূহে উক্ত অঞ্চল সম্পর্কিত তথ্য-উপাত্তের সমৃদ্ধি ঘটানো, এবং স্থানীয় উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক/অবদানকারী বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে সমন্বয় সাধনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। আঞ্চলিক সম্প্রদায়ের কাছে নিম্নোক্ত বিষয়গুলো আশা করা হয়।

  • উইকিমিডিয়া প্রকল্পসমূহে সংশ্লিষ্ট অঞ্চল সম্পর্কিত তথ্য-উপাত্তের সমৃদ্ধি ঘটানো।
  • সংশ্লিষ্ট অঞ্চলে শিক্ষার্থী ও অন্যান্যদের মধ্যে মুক্ত বিশ্বকোষসহ মুক্ত এই জ্ঞানভাণ্ডারের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং তারা যাতে কার্যকরী উপায়ে সেগুলো ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা।
  • স্থানীয়ভাবে বিভিন্ন সমমনা শিক্ষা-প্রতিষ্ঠান, সংস্থা, জাদুঘর ও অন্যান্যদের সাথে যৌথভাবে উইকিমিডিয়ার শিক্ষামূলক কার্য প্রচার ও প্রসারে বিভিন্ন কর্মশালা, সেমিনার, সম্মেলন, ফটোওয়াক এবং আড্ডার আয়োজন করা।
  • উইকিমিডিয়ায় বিদ্যমান শিক্ষামূলক বিষয়বস্তু ব্যবহারে উৎসাহ প্রদান করে শিক্ষায় কার্যকরী ভূমিকা পালন।
  • বিভিন্ন সংস্কৃতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাংস্কৃতিক সেতু তৈরি করা।
  • সর্বোপরি উইকিমিডিয়া বাংলাদেশ ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের শিক্ষামূলক কাজের প্রসারে কাজ করা।

আঞ্চলিক সম্প্রদায় গঠন[সম্পাদনা]

  • প্রতিটি আঞ্চলিক সম্প্রদায়ে একজন প্রধান সমন্বয়ক (Chief coordinator) থাকেন ও তাঁর সাথে সর্বোচ্চ ৪ জন সহ-সমন্বয়ক (Deputy coordinator) থাকেন যারা উক্ত সম্প্রদায়ের নিজেদের মধ্যে সমন্বয়ের পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশের সাথে সমন্বয় সাধন করে। সমন্বয়ক ব্যতীত আঞ্চলিক সম্প্রদায়ের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয়। উইকিমিডিয়ায় আগ্রহী যে কেউ যুক্ত হতে পারেন।
  • উইকিমিডিয়া বাংলাদেশের অনুমোদনের পূর্বে উক্ত সম্প্রদায়ের কাছে উইকিপিডিয়া সম্পর্কিত কিছু কার্যক্রমে অভিজ্ঞতা যেমন, মিটআপ, কর্মশালা, ফটোওয়াক ইত্যাদি আশা করা হয়। সম্প্রদায় সক্রিয় রাখার জন্য যথেষ্ট স্বেচ্ছাসেবক রয়েছে এটি নিশ্চিত হলে আবেদনের ভিত্তিতে উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায় অনুমোদন দিয়ে থাকে।

আঞ্চলিক সম্প্রদায় অনুমোদনের শর্তসমূহ[সম্পাদনা]

  • এই নীতিমালার আলোকে আঞ্চলিক সম্প্রদায় অনুমোদন ও পরিচালিত হবে
  • সম্প্রদায় গঠনের জন্য কমপক্ষে তিনজন সদস্য থাকতে হবে। প্রধান সমন্বয়ককে উইকিমিডিয়া বাংলাদেশের নিবন্ধিত সদস্য হতে হবে এবং উইকিমিডিয়া প্রকল্পসমূহে সক্রিয়তা ও উল্লেখযোগ্যসংখ্যক অবদান অথবা উইকিমিডিয়ার শিক্ষামূলক কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে অবগত থাকতে হবে।
  • প্রধান সমন্বয়ককে সংশ্লিষ্ট অঞ্চলভিত্তিক হতে হবে। সমন্বয়ক দীর্ঘদিন (৬ মাসের বেশি) ঐ অঞ্চলের বাইরে থাকলে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে আলোচনা করে ভারপ্রাপ্ত সমন্বয়ককে দায়িত্ব প্রদান করতে হবে।
  • উইকিসম্পর্কিত আয়োজনের অভিজ্ঞতা ব্যতীত অনুমোদন দেওয়া হবে না। এ ধরণের আয়োজন হতে পারে দুই/তিনটি উইকিআড্ডা, কর্মশালা প্রভৃতি।
  • আঞ্চলিক সম্প্রদায়কে অবশ্যই উইকিমিডিয়ার বিভিন্ন নীতিমালা, উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র ও আঞ্চলিক সম্প্রদায়ের কোড অব কনডাক্ট অনুসারে পরিচালনায় সম্মত হতে হবে। এরমধ্যে রয়েছে, কার্যক্রমের অন-উইকি প্রতিবেদন, সম্প্রদায়ের লক্ষ্য এবং কার্যক্রম উইকিমিডিয়া মিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া, উইকিমিডিয়া পরিচালনা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণতা, উইকিমিডিয়া ট্রেডমার্ক নীতি, ভিজুয়্যাল আইডেন্টিটি নির্দেশিকা, ফ্রেন্ডলি স্পেস পলিসি, গোপনীয়তা নীতিসহ প্রভৃতি।
  • bd.wikimedia.org ওয়েবসাইটে সম্প্রদায়ের একটি পাতা থাকতে হবে যাতে সম্প্রদায়ের কার্যক্রম ও কীভাবে পরিচালিত হয় তা উল্লেখ থাকবে। সম্প্রদায়ের সমন্বয়কগণ তিন মাস পরপর তাঁদের কার্যক্রমের প্রতিবেদন উক্ত সাইটে হালনাগাদ করবেন।
  • সম্প্রদায় অনুমোদনের আবেদনের জন্য এই ইমেইল টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন।

উইকিমিডিয়া বাংলাদেশের অফিসিয়াল লোগো ও ট্রেডমার্ক ব্যবহার নির্দেশিকা[সম্পাদনা]