বিষয়বস্তুতে চলুন

আলাপ:উইকিক্যাম্প চট্টগ্রাম ২০১৯/সংস্থান

আলোচনা যোগ করুন
উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৫ বছর পূর্বে

আফতাব, তোমার উদ্দেশ্য ভালো এবং সব কিছুই মানলাম। কিন্তু এই পাতায় তোমার সম্পাদনায় তুমি যে সারাংশ লিখেছো সেটা একটু বাড়াবাড়ি বলেই মনে হয়েছে। এডিটাথন বাংলা ও ইংরেজি দুই ভাষাতে হলে সমস্যা কোথায়? এডিটাথনে কেউ হয়ত ইংরেজিতে নিবন্ধ তৈরিও করেনি কিন্তু কথা সেটা না। কেউ ইংরেজি নিবন্ধ বানাতে চাইলে তুমি বাধাই বা দিবা কেন বা তুমি মানাই করো কিভাবে (তোমার লেখা পড়ে এমনটাই মনে হচ্ছে)? সবকিছুতে এমন করলে কেমন হয়? তোমার এই বিষয়টা এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে বলে আমার ব্যক্তিগত মত। যেমন এই এডিটাথনের মেটার পাতার আলাপ পাতায় তোমার মন্তব্যের পর বাংলা লোগো বানিয়েছে ব্যাপারটাতো তাহলে চুকে গেছে, তারপর আবার এই পাতার মূল আলাপ পাতায় বার্তা দেওয়াটা কিভাবে শোভনীয়? বাংলা উইকিপিডিয়াতে তোমার মত আমরা যারাই কাজ করি সবাই বাংলাকে সমৃদ্ধ করার জন্যাইতো কাজ করছি, যেখানে প্রয়োজন নাই সেখানে লোকজন যে যেভাবে পারে সেভাবে করছে। কিন্তু তোমার সব সময় সব বিষেয়ে করা ‘এধরণের’ মন্তব্য বেশ বিরক্তিকর সবার জন্যই। আশা করছি তুমি বিষয়টা অন্যভাবে নিবে না কারণ তুমি নিজেও জানো, অন্য বিভিন্ন বিষয়ে তোমার কাজকে কতটা শ্রদ্ধা করি ও ভালোবাসি। NahidSultan (আলাপ) ০০:৪৪, ২৪ এপ্রিল ২০১৯ (বিএসটি)উত্তর দিন

NahidSultan, মূল অনুষ্ঠান স্থলে ইংরেজি লোগোই ব্যবহৃত হয়েছে, ভবিষ্যৎে স্থানীয় বিষয়ে যেন বাংলা লোগো ব্যবহার করা সম্ভব হয় তার জন্যই বার্তা দিয়েছিলাম ও আমি আমার হতাশা প্রকাশ করেছিলাম। আর হ্যাঁ, এই পাতার সারাংশে হয়তো আরো নরম-সুন্দর ভাবে লিখা যেত। যেহেতু এই উইকিক্যাম্প (মূলত) বাংলা উইকির উন্নতির জন্য আয়োজিত হল, তাই আমি ইংরেজি নিবন্ধেরও লিঙ্ক দেয়ার মানে খুঁজে পাইনি। কেউ ইংরেজি উইকিতে কাজ করলে আমি কে বাধা দেয়ার, তবে আমি সারাংশে বলতে চেয়েছিলাম, আমাদের উইকিতে-দেয়া-সময়ের সর্বোচ্চ সময় বাংলা উইকির জন্য দেয়া উচিত অন্যথায় বাংলা উইকির এখন যেমন ধীরে আগাচ্ছে তাই থাকবে।
বলার কারণের ব্যাখ্যা দিচ্ছি (যদিও আপনি জানেন), ইং উইকিতে শতহাজার লোক কাজ করে (সব বাদ দেই, শুধু বাংলাদেশ নিয়ে অনেক বিদেশী ও বাংলাদেশী (শুধু ইংরেজি ভিত্তিক) কাজ করে), অন্যদিকে বাংলাউইকিতে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ মিলিয়ে গড়ে প্রতিদিন ১০-১৫ জন কাজ করে। আমি চাই না (হ্যাঁ, আমি জানি আমি চাওয়ার কেউ না) এই সল্পদের মধ্যে থেকেও (যারা মূলত বাংলা উইকি ভিত্তিক) কয়েকজন তার সময়ের অর্ধেক সময় নিয়মিত (মাঝেমধ্যে বনাম নিয়মিত) ইং উইকিতে দিক। এতে বাংলা উইকিতে প্রতিদিন গড়ে ১২-১৪টার পরিবর্তে হয়তো ১৬-১৭টা নিবন্ধ তৈরি হবে। আরো বেশী বেশী সম্পাদনা আসবে। বাংলা উইকিতে নতুন সম্পাদক তো এমনিতে আসে না (কোন এক অজানা কারণে এক জন আসে তো অন্য একজন হারিয়ে যায়), তার মধ্যে আমি অভিজ্ঞদের অভিজ্ঞ সময়কে অন্য উইকির জন্য হারাতে চাই না।
হ্যাঁ, আমি বলার চাওয়ার কেউ না। কিন্তু তারপরেও যদি শুনে, এই আশায় বলি। এটাকে অন্যভাবে নিবেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:৪৫, ২৪ এপ্রিল ২০১৯ (বিএসটি)উত্তর দিন