আলাপ:উইকিক্যাম্প চট্টগ্রাম ২০১৯

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

বলে যাই[সম্পাদনা]

বলে যাই, কেউ দেখবে কিনা, মনে রাখবে কিনা জানি না। বাংলা ভাষার উপর স্থানীয় উইকিপিডিয়ানদের নিয়ে একটি উইকিক্যাম্প আয়োজিত হল আর তার লোগো করা হয়েছে ইংরেজিতে! হায়রে বাংলা ভাষা, তোর কপাল পোড়া।
আমার বলার পর আয়োজকরা বাংলা লোগো বানায় কিন্তু ততক্ষণে ব্যানার ছাপা হয়ে যায়। যা হবার হয়েছে, ভবিষ্যতে স্থানীয় বিষয়ে লোগো সবসময় বাংলা ভাষায় করার অনুরোধ থাকল। --আফতাবুজ্জামান (আলাপ) ০৭:৪৫, ২২ এপ্রিল ২০১৯ (বিএসটি)[উত্তর দিন]