Translations:নির্বাহী পরিষদ/২০২৪-২৫/23/bn

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

অংকন ঘোষ দস্তিদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে স্নাতক সম্পন্ন করছেন। নিয়মিত ব্যবহারের পাশাপাশি উইকিপিডিয়ায় তার সক্রিয় অবদান শুরু হয় ২০১২ সালে। প্রথম থেকেই মাতৃভাষা বাংলায় তথ্যঘাটতি লক্ষ্য করে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার প্রতি আগ্রহী হন তিনি; সেইসাথে অন্যান্য সহপ্রকল্পেও অবদান রাখতে শুরু করেন। ব্যক্তিগতভাবে বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি বিষয়ে অবদান রাখতে পছন্দ করেন। অনলাইন কার্যক্রম ছাড়াও কর্মশালা, ফটোওয়াক আয়োজনসহ উইকির নানাবিধ কার্যক্রমেও সক্রিয় অবদান রেখে চলেছেন তিনি। ২০১৭ সালের অক্টোবর মাসে অংকন উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদে যুক্ত হন। উইকিমিডিয়া বাংলাদেশের সাময়িকী উইকিবার্তার সহকারী সম্পাদক হিসেবে কাজ করছেন তিনি। উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি।