Translations:নির্বাহী পরিষদ/২০২৪-২৫/19/bn

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

তানভির রহমান একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ২০০৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় অনুষ্ঠিত একটি অফলাইন উইকিপিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে উইকিপিডিয়ার সাথে তাঁর পরিচয়। কয়েক মাস পর তারই রেশ ধরে তিনি বাংলা উইকপিডিয়ায় অবদান রাখা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলা উইকিপিডিয়া ছাড়াও ইংরেজি উইকিপিডিয়া, বাংলা উইকিঅভিধান, কমন্স, মেটা-উইকিসহ আরও বিভিন্ন প্রকল্পে সক্রিয় ভাবে কাজ করা শুরু করেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়াসহ আরও কয়েকটি উইকিমিডিয়া প্রকল্পের প্রশাসক। গ্লোবালি তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন স্টুয়ার্ড হিসেবেও কাজ করেছেন। ২০১০ সাল থেকেই তিনি নিয়মিত বাংলাদেশে উইকিপিডিয়ার প্রচারণায় বিভিন্ন অনলাইন ও অফলাইন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পূর্বের নির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।