Translations:নির্বাহী পরিষদ/২০২৪-২৫/16/bn

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

আলী হায়দার খান (তন্ময়) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বিভিন্ন তথ্যের জন্য ইংরেজি উইকিপিডিয়ার সাথে তার পরিচয় ২০০৪ সাল থেকে। কিন্তু সক্রিয়ভাবে সম্পাদনার কাজ শুরু করেছেন ২০০৮ সালের গোড়া থেকে বাংলা উইকিপিডিয়ায়; সেই সাথে উইকিমিডিয়ার মেটায় বিভিন্ন প্রকল্পের জন্য বাংলা অনুবাদের কাজ করে আসছেন। বর্তমানে তিনি ইংরেজি উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার আরও কিছু প্রকল্পে সক্রিয় আছেন — তবে মূল লক্ষ্য বাংলা উইকিপিডিয়ার প্রচার ও প্রসারের মাধ্যমের এর সক্রিয় ব্যবহারকারী ও নিবন্ধ সংখ্যা বৃদ্ধি করে একে বিশ্বের প্রথম দশটি বড় ও সমৃদ্ধ উইকিপিডিয়ার মধ্যে নিয়ে যাওয়া। তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফান্ড ডিসেমিনেশন কমিটি’র একজন সদস্য ও ভাইস-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে ফাউন্ডেশনের এফডিসি অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবেও তিনি কাজ করেছেন। তিনি পাহাড় ও বনে ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং সুযোগ পেলেই বেরিয়ে পড়েন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও ২০১১-১৬ নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ও ২০১৬-১৮ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির একজন সদস্য, নির্বাহী পরিষদ হিসেবে দায়িত্ব পালন করছেন।