সামাজিক যোগাযোগ/নিয়মাবলি
প্রধান | ফেইসবুক | টুইটার | ইউটিউব | ফ্লিকার | ইন্সটাগ্রাম | পিন্টারেস্ট |
সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের সাথে বাংলা উইকিপিডিয়ার ও অন্যান্য সহপ্রকল্পের পরিচয় করিয়ে দিতে ও উইকিমিডিয়া প্রকল্পসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে উইকিমিডিয়া বাংলাদেশ বেশকিছু সামাজিক যোগাযোগের পাতা পরিচালনা করে। উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক পরিচালিত অফিসিয়াল সামাজিক যোগাযোগের পাতাসমূহ পরিচালনা ও সেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরণের পোস্ট করা সংক্রন্ত কিছু নিয়মাবলী এই পাতার আলোচ্য বিষয়। যদিও এই বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে এমন নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এগুলো সাধারণত উইকিপিডিয়ার মূল অফিসিয়াল পাতাগুলো পরিচালনায় ব্যবহার করা হয় ও উইকিমিডিয়া ফাউন্ডেশন, অন্য স্থানীয় পাতাগুলো পরিচালনায়ও এগুলো চর্চা করার পরামর্শ দেয়। পোস্ট করার পূর্বে মনে রাখুন[সম্পাদনা]উইকিপিডিয়া/উইকিমিডিয়া ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইটের তুলনায় বৈশিষ্ট্যে স্বতন্ত্র হওয়ায় এর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে পোস্ট করার পূর্বেও বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। পোস্ট করার পূর্বে এটা মনে রাখুন যে, আপনি উইকিপিডিয়ার/উইকিমিডিয়ার ব্র্যান্ড ও ট্রেডমার্ক ব্যবহার করছেন সুতরাং উইকিপিডিয়ার/উইকিমিডিয়ার মূল নীতিমালার সাথে সাংঘর্ষিক বা এ সংক্রান্ত কোনো পোস্ট করা উচিত নয়।
পোস্টের কিছু উদাহরণ[সম্পাদনা]নিম্নে অফিসিয়াল পাতার পোস্টগুলো কেমন হওয়া উচিত তার কিছু উদাহরণ:
সামাজিক যোগাযোগে এক্সেস প্রদান[সম্পাদনা]নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনা করে কাউকে এক্সেস প্রদান করার সময় নিম্নলিখিত বিষয়সমূহ মনে রাখবেন। এটি বাংলা প্রকল্পের উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক তৈরি করা সব সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য প্রযোজ্য।
কিছু সাধারণ বিষয়[সম্পাদনা] |