সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের সাথে বাংলা উইকিপিডিয়ার ও অন্যান্য সহপ্রকল্পের পরিচয় করিয়ে দিতে ও উইকিমিডিয়া প্রকল্পসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে উইকিমিডিয়া বাংলাদেশ বেশকিছু সামাজিক যোগাযোগের পাতা পরিচালনা করে। উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক পরিচালিত অফিসিয়াল সামাজিক যোগাযোগের পাতাসমূহ পরিচালনা ও সেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরণের পোস্ট করা সংক্রন্ত কিছু নিয়মাবলী এই পাতার আলোচ্য বিষয়। যদিও এই বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে এমন নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এগুলো সাধারণত উইকিপিডিয়ার মূল অফিসিয়াল পাতাগুলো পরিচালনায় ব্যবহার করা হয় ও উইকিমিডিয়া ফাউন্ডেশন, অন্য স্থানীয় পাতাগুলো পরিচালনায়ও এগুলো চর্চা করার পরামর্শ দেয়।
উইকিপিডিয়া/উইকিমিডিয়া ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইটের তুলনায় বৈশিষ্ট্যে স্বতন্ত্র হওয়ায় এর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে পোস্ট করার পূর্বেও বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। পোস্ট করার পূর্বে এটা মনে রাখুন যে, আপনি উইকিপিডিয়ার/উইকিমিডিয়ার ব্র্যান্ড ও ট্রেডমার্ক ব্যবহার করছেন সুতরাং উইকিপিডিয়ার/উইকিমিডিয়ার মূল নীতিমালার সাথে সাংঘর্ষিক বা এ সংক্রান্ত কোনো পোস্ট করা উচিত নয়।
উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলো ব্যতীত অন্য কোনো পণ্য বা কোম্পানির প্রচার করবেন না।
কোনো রাজনৈতিক প্রার্থীর পক্ষে বা বির্তক সৃষ্টিকারী কোনো পোস্ট করবেন না।
হাসি-তামাশা বা এধরণের কোনো পোস্ট করবেন না।
উইকিমিডিয়ার ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের ছবি বা অন্য কোনো মিডিয়া ব্যবহার করবেন না। ছবিসহ পোস্টের ক্ষেত্রে সবসময় ছবির লাইসেন্সের প্রতি খেয়াল করবেন।
বন্ধুত্বসুলভ নয় বা অভদ্র ভাষায় পোস্ট করবেন না। পোস্ট করার পূর্বে ভাষা নির্বাচনে সবসময় নিরপেক্ষ ও সতর্ক থাকবেন। এ ব্যাপারে অবশ্যই w:উইকিপিডিয়া:পঞ্চস্তম্ভ-এর কথা মনে রাখবেন। অফিসিয়াল পাতা থেকে মন্তব্য বা কোনো পোস্ট পছন্দ করার ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলা উচিত।
উইকিমিডিয়া বাংলাদেশের ফেসবুক ও অন্যান্য পাতা ব্যতীত, সহপ্রকল্পের পাতাসমূহ থেকে পোস্ট সবসময় বাংলা ভাষায় ও বাংলা অক্ষরে দিতে চেষ্টা করবেন। কখনো আপনি পোস্ট সম্পর্কে অনিশ্চিত থাকলে সামাজিক যোগাযোগ দলের সদস্যদের সাথে এই ফেইসবুক গ্রুপে আলোচনা করে নেবেন।
উইকিমিডিয়ার কোন অনুষ্ঠান বা ইভেন্টের ছবি সবার প্রথম অফিসিয়াল পেইজ থেকে শেয়ার করবেন সেটি টুইটার, ফেইসবুক বা অন্য যেকোন মাধ্যমই হোক না কেন।
এবং, কখনোই ব্যক্তিগত অ্যাকাউন্টের কোনো পোস্ট অফিসিয়াল পাতা থেকে শেয়ার করবেন না।
নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনা করে কাউকে এক্সেস প্রদান করার সময় নিম্নলিখিত বিষয়সমূহ মনে রাখবেন। এটি বাংলা প্রকল্পের উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক তৈরি করা সব সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য প্রযোজ্য।
সব সামাজিক যোগাযোগে শুধুমাত্র উইকিমিডিয়া বাংলাদেশের টেক দলের কিছু সদস্যের কাছে “এডমিন” এক্সেস রয়েছে।
ফেইসবুকে এডমিন এক্সেস প্রদানের সময় “এডিটর বা মডারেটর বা এ জাতীয়” প্রবেশাধিকার প্রদান করুন।
টুইটারে আমরা টুইটডেক ব্যবহার করে থাকি। সুতরাং টুইটারে টুইটডেকে এক্সেস দিন।
গুগল প্লাসে “ম্যানেজার” লেভেল এবং অন্যন্য সামাজিক যোগাযোগেও প্রয়োজন অনুসারে সমপর্যায়ের এক্সেস প্রদান করুন।
বাংলা উইকিপিডিয়ার পাতাসমূহের পোস্ট সাধারণত বাফার দিয়ে করা হয়। যেখানে একসাথে সব সামাজিক যোগাযোগ পাতার জন্য ১০টি পোস্ট সিডিউল করে রাখা যায়। বাফারের এক্সেসের জন্য নাহিদ সুলতানের সাথে যোগাযোগ করুন।