বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Zamandp

আলোচনা যোগ করুন
উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

দিনাজপুর জেলা

[সম্পাদনা]
দিনাজপুর জেলা
প্রশাসনিক বিভাগ রংপুর
আয়তন (বর্গ কিমি) ৩৪৩৭.৯৮
জনসংখ্যা মোট: ২৬৪২৮৫০ (পুরুষ-১৩৬৩৮৯২, মহিলা-১২৭৮৯৫৮)
পুরুষ:৫১.১২%
মহিলা: ৪৮.88%
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: বিশ্ববিদ্যালয়: ১
মেডিকেল কলেজ : ১
কলেজ : ৮০
কলেজ : ৮০
মাধ্যমিক বিদ্যালয়: ৩৮২
মাদ্রাসা : ৪৪১
শিক্ষার হার ৪৫.৭ %
বিশিষ্ঠ ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ দানেশ, সাহিত্যিক শেখ ফজলুল করিম , ফকির মজনুশাহ, অধ্যাপক ইউসুফ আলী, বেগম খালেদা জিয়া, খুরশীদ জাহান হক, আলহাজ্ব মোহাম্মদ তৈমুর, স্বভাব কবি মোঃ নূরুল আমিন, পন্ডিত মহেশচন্দ্র তর্কচুড়ামনি, জেহের উদ্দিন মোক্তার, পীর শাহ সুফি মতলুব মিয়া, নাট্যশিল্পী ও নাট্যকার শ্রী শিবপ্রসাদ কর, খাঁন বাহাদুর মাহতাব উদ্দিন আহমদ, শ্রী মাধব চন্দ্র চট্টোপাধ্যায়, মাওলানা আয়েন উদ্দিন আহমদ, ডাঃ সুকুমার সেন গুপ্ত, অধ্যাপক আব্দুল বাকী, শ্রী প্রেমহরি বর্মন, জয়নব রহিম, ডাক্তার সারদা কান্ত রায়, ডাঃ হাজী মফিজউদ্দিন আহমদ, কবি নূর মোহাম্মদ, মির্জা কাদের বকস্, গোলাম রব্বানী আহমেদ, চারণ কবি আমিরুদ্দিন সরকার, ডাঃ আনোয়ারা খাতুন, রহিম উদ্দিন আহমদ, ডাক্তার নইমউদ্দিন আহমদ, লায়লা সামাদ, এ বি এম আব্বাস, সুসাহিত্যিক আমিনুল হক (খাঁন বাহাদুর), হাসান আলী, ফুটবলের যাদুকর সামাদ, আলহাজ্ব হেমায়ের আলী টি.কে, মহর্ষি ভুবন মোহন কর, তাজউদ্দিন আহমদ, ওস্তাদ কসির উদ্দিন আহমদ, নুরুল হুদা চৌধুরী, সেরাজউদ্দিন চৌধুরী, ইয়াসির উদ্দিন আহমদ চৌধুরী, মেহেরাব আলী চৌধুরী, হাজী আব্দুর রউফ, অধ্যক্ষ তসিরউদ্দিন আহমদ, ডক্টর গোবিন্দ চন্দ্র দেব, ফজলে হক, দুর্গা মোহন রায়, আফতাবউদ্দিন চৌধুরী, গুরুদাশ তালুকদার, শ্রী মাধব চন্দ্র রায়, ডক্টর আফতাব আহম্মদ রহমানী, মাওলানা জহির উদ্দিন নূরী, ডাঃ ওয়াসিমুদ্দিন খাঁন, খতিব উদ্দিন আহমেদ, এস এ বারী, এ্যাডভোকেট আজিজুর রহমান, এ্যাডভোকেট গোলাম রহমান, অধ্যাপক ইউসুফ আলী, মইন উদ্দিন আহমেদ চৌধুরী, পন্ডিত গোপাল চন্দ্র ভট্টাচার্য, সতীশ চন্দ্র সরকার, শহীদ সাংবাদিক গোলাম মোস্তফা, কবি আঃ কাঃ শঃ নূর মোহাম্মদ, শহীদ মেজর মাহবুব (বীর উত্তম), কমরেড ফরহাদ, খাঁন বাহাদুর একিনউদ্দিন আহমদ, শামসুজ্জোহা মানিক ।
প্রধান শস্য ধান, গম, আখ,পাট
রপ্তানী পণ্য ধান, চাল, আম, লিচু

দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

ভৌগোলিক সীমানা

[সম্পাদনা]

দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড়নীলফামারী জেলা, দক্ষিণে জয়পুরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর ও নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর পশ্চিম দিনাজপুর (উত্তরদক্ষিণ দিনাজপুর জেলাদ্বয়) অবস্থিত। এই জেলার মোট আয়তন ৩৪৩৭.৯৮ বর্গ কিলোমিটার। বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত ২৫৩৬ মিলিমিটার। প্রধান নদীসমূহ পূনর্ভবা, আত্রাই।

প্রশাসনিক এলাকাসমূহ

[সম্পাদনা]

দিনাজপুর জেলার উপজেলা গুলি হল

ইতিহাস

[সম্পাদনা]

দিনাজপুর একসময়ে একটি নামকরা জনপদ পুন্দ্রবর্ধনের অংশ ছিল। লাখনাউটির রাজধানি দেভকটের অবস্থান ছিল এর ১১ মাইল দক্ষিনে। ততকালীন ইংরেজ শাসকদের “The British Administrative Control” এখানে ১৭৮৬ সনে গঠিত হয়। ১৯৪৭ সালে বঙ্গভঙ্গের সময়ে দিনাজপুরের একটি বড় অংম পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। সেই জেলার জনগনেরা টেভাগা আন্দোলনে অংশগ্রহন করে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এক যুগান্তকারী ভূমিকা রাখে। একটি খোদাইকরা পাথর (বিশ্বাস করা হয় তা গুপ্ত যুগের), অক্টোবর ৮-টে ঘোড়াঘাট উপজেলার সুরা মসজিদের পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়। ব্দ্রুল আলাম বুলন

শিল্প ও বাণিজ্য

[সম্পাদনা]

দিনাজপুর একটি কৃষি সমৃদ্ধ জেলা। সেজন্য এ জেলাতে যেসব শিল্প কারখানা গড়ে উঠেছে তার অধিকাংশই কৃষি ভিত্তিক। দিনাজপুর জেলায় বড় শিল্প ও কারাখানার মধ্যে সেতাবগঞ্জ সুগার মিলস লিঃ এবং দিনাজপুর টেক্সটাইল মিলস লিঃ অন্যতম। কৃষিই এই জেলার অর্থনৈতিক কর্মকান্ডের চালিকা শক্তি। কাটারী ভোগ, কালাজিরা চাল, চিড়া, আম ও লিচুর জন্য এই জেলা বিশেষভাবে পরিচিত। এছাড়াও ধানচাষ নির্ভর এই জেলা দেশের সিংহভাগ চালের যোগান দেয়। এজন্য দিনাজপুরকে দেশের শষ্য ভান্ডার বলা হয়। ধান এই জেলার প্রধান কৃষি পণ্য হওয়ায় এই জেলায় শিল্প ও কলকারখানা বলতে প্রায় ২০০০ এর মত চাল কল আছে যার মধ্যে প্রায় ১০০ টির মত অটোমেটিক ও সেমি-অটোমেটিক চাল কল, বাকী সবগুলো চাতাল নির্ভর চাল কল।

চিত্তাকর্ষক স্থান

[সম্পাদনা]
  1. কান্তজীর মন্দির
  2. রামসাগর
  3. রাজবাড়ি
  4. স্বপ্নপূরী

বহিঃসংযোগ

[সম্পাদনা]

আনুষঙ্গিক নিবন্ধ

[সম্পাদনা]

টেমপ্লেট:বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল টেমপ্লেট:রংপুর বিভাগের উপজেলা

টেমপ্লেট:অসম্পূর্ণ

ব্দ্রুল আল্ম বুলন

bpy:দিনাজপুর জিলা ca:Districte de Dinajpur en:Dinajpur District (Bangladesh) fr:Dinajpur (district) lt:Dinadžpuras pl:Dinadźpur pnb:دیناج پور pt:Dinajpur ru:Динаджпур (округ, Бангладеш) simple:Dinajpur District sv:Dinajpur uk:Дінаджпур (округ, Бангладеш) war:Dinajpur (distrito) zh:迪纳杰布尔县