ব্যবহারকারী:RockyMasum/খেলাঘর
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
বার্ষিক সাধারণ সভা ২০১৭’র কার্যবিবরণী - ২৭ জানুয়ারি ২০১৮
- স্থান: বেসিস মিলনায়তন, বিডিবিএল ভবন (ষষ্ঠ তলা), কাওরান বাজার, ঢাকা
- নথি তৈরি করেছেন: নাহিদ সুলতান, সাধারণ সম্পাদক
২৭ জানুয়ারি ২০১৮, বাংলাদেশ জাতীয় জাদুঘরে উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা সকাল ১০ ঘটিকায় শুরু হয়। সভায় উইকিমিডিয়া বাংলাদেশের ১৭ জন নিবন্ধিত সদস্য যোগদান করেন।
সভার শুরুতে সাধারন সম্পাদক নাহিদ সুলতান সংগঠনের সভাপতি আলী হায়দার খানকে সভাপতি হিসেবে সভা পরিচালনার প্রস্তাব করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে সর্ব সম্মতিক্রমে পাশ হয়।
আলী হায়দার খান সভার সভাপতি হিসেবে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার নিম্নোক্ত আলোচ্যসূচি উপস্থাপন করেন।
- উইকিমিডিয়া বাংলাদেশের ২০১৭ সালের এ পর্যন্ত কার্যক্রমের পর্যালোচনা।
- চলতি বছরের পরবর্তী কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা ও পরিকল্পনা।
- দ্বিতীয় উইকি লাভস মনুমেন্টস আযোজন নিয়ে করণীয়, মনুমেন্টের নতুন তালিকা প্রনয়ন সম্পর্কিত আলোচনা ও সময়সূচী নির্ধারণ।
- উইকি ক্লাব - এর গাইড লাইন চূড়ান্তকরণ।
- চলমান সদস্য সংগ্রহ ও হালনাগাদ কার্যক্রম সম্পর্কিত আলোচনা।
- আসন্ন উইকিমিডিয়া কনফারেন্সে উইকিমিডিয়া বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কিত আলোচনা।
- পুরস্কার প্রদান সংক্রান্ত আরও একটি এজেন্ডা
- ব্যাংক সিগনেটরি
- বিবিধ আলোচনা
সভার এ পর্যায়ে সভার সভাপতি, উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানকে ২০১৬ সালের কার্যবিবরণী পেশ করার আহ্বান জানান। নাহিদ সুলতান সভার সভাপতিকে ধন্যবাদ দিয়ে ২০১৬ সালের নিম্নোক্ত প্রতিবেদনটি উপস্থিত সদস্যদের সামনে উপস্থাপন করেন।
কার্যক্রমের প্রতিবেদন ২০১৬ - উইকিমিডিয়া বাংলাদেশ
[সম্পাদনা]উইকিমিডিয়া বাংলাদেশ সূচনালগ্ন থেকেই বাংলাদেশ সম্পর্কিত অলিখিত তথ্যগুলো উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পসমূহে অন্তর্ভুক্ত করার জন্য সারা দেশব্যাপী অফলাইন ও অনলাইন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালেও উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে দেশব্যাপী বিভিন্ন অফলাইন ও অনলাইন কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে উইকিমিডিয়া বাংলাদেশের স্থানীয় উইকিপিডিয়া সম্প্রদায়সমূহ।
আড্ডা বা মিটআপ
[সম্পাদনা]অফলাইন বিভিন্ন কার্যক্রম ত্বরান্বিত ও ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য এবং নতুনদের উইকিপিডিয়াতে উৎসাহিত করার জন্য সারা বছরব্যাপী উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে মোট ১২টি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ঢাকায় ৫টি, চট্টগ্রামে ২টি, রাজশাহীতে ২টি, সিলেটে ২টি এবং বগুড়ায় ১টি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এখানে উল্লেখ্য, এসব আড্ডার মাধ্যমে অনেক নতুন উইকিপিডিয়ান সরাসরি অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সাথে আলোচনা করে সম্পাদনায় উৎসাহিত হয়েছেন। একুশে পদকে ভূষিত বাংলাদেশী সমাজবিজ্ঞানী অনুপম সেনসহ বিভিন্ন সময়ের আড্ডাতে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালা
[সম্পাদনা]আগ্রহীদের সরাসরি উইকিপিডিয়া সম্পাদনা সম্পর্কে ধারণা দেওয়ার একটি উপায় হলো উইকিপিডিয়া কর্মশালা। বিগত বছরগুলোর ন্যায় ২০১৭ সালেও দেশের বিভিন্ন স্থানে মোট ৯টি উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাইরের কর্মশালাগুলো আমাদের আঞ্চলিক সম্প্রদায় কর্তৃক আয়োজিত হয়েছে। এ কর্মশালাগুলোর মধ্যে ঢাকায় ৩টি, রাজশাহীতে ৪টি, বরিশাল ও বগুড়ায় ১টি করে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখিত কর্মশালাগুলোর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর তিনটিতে অংশ নিয়ে উইকিমিডিয়ার ইভেন্ট সেইফ্টি এবং উইকিমিডিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটি অ্যাডভোকেট ক্রিস্টেল স্টাইগেনবার্গার। এছাড়া সাঁওতালী ভাষার উইকিপিডিয়া চালু করার জন্য বাংলাদেশের সাঁওতালী উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে উইকিমিডিয়া ইনকিউবেটরসহ সম্পর্কিত অন্য বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।