ব্যবহারকারী:MdsShakil/পরীক্ষা
অবয়ব
উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্ব
ইমেইল: wikimania-bdwikimedia.org.bd
১২ আগস্ট, ২০২২
উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্ব উইকিম্যানিয়া উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক বাংলাদেশে আয়োজিত একটি স্থানীয় আনুষ্ঠানিক সম্মেলন। এই সম্মেলনে উইকিমিডিয়া প্রকল্পের অন্তর্ভুক্ত যেমন উইকিপিডিয়া, অন্যান্য উইকিসমূহ, ওপেন-সোর্স সফটওয়্যার, মুক্ত জ্ঞান ও বিষয়বস্তু সম্পর্কিত সামাজিক এবং প্রযুক্তিগত দিক উপস্থাপনা ও আলোচনা করা হবে।
এই বছরের উইকিম্যানিয়া উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করবে। নতুন প্রকল্প ও পদ্ধতির উপর প্রতিবেদন এবং ধারণাগুলো বিনিময় সম্পূর্ণ দিনব্যাপী জমায়েত, আলোচনা, সভা, প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হবে।