বাংলা উইকিসম্মেলন ২০২৪/অনুষ্ঠানসূচি/বিন্যাস

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
◀  জ্ঞান | বৈচিত্র্য | সহযোগিতা ▶

বাংলা উইকিসম্মেলন ২০২৪ বাংলা ভাষায় পরিচালিত হবে। এই সম্মেলনে নিম্নলিখিত বিন্যাসে অনুষ্ঠান পরিচালনা করা হবে। ১৬ই জুলাই, ২০২৪ থেকে ১৫ই আগস্ট, ২০২৪ পর্যন্ত সেশনের আবেদন জমা নেওয়া হয়েছে।

প্রযুক্তি সংক্রান্ত কাজকর্মে যাঁরা অবদান রাখেন, তাঁদের জন্য হ্যাকাথনের আয়োজন করা হতে পারে, যেখানে তারা কোন একটি বিশেষ প্রযুক্তিগত সমস্যা নিয়ে কাজ করে তার সমাধান করার চেষ্টা করবেন। এই ধরণের কাজ ছোট খাটো ত্রুটি নিবারণ থেকে শুরু করে নতুন করে সরঞ্জাম বানানোর মত কাজও হতে পারে। হ্যাকাথনে কাজ করার শুধু ডেভেলপার হতেই হবে এমন নয়, প্রযুক্তিগত সমস্যা সম্বন্ধে যারা ওয়াকিবহাল, তারাও ডেভেলপারদের সঙ্গে এক সাথে বসে এখানে সমন্বয়ের কাজ করতে পারেন। এই হ্যাকাথনের মূল লক্ষ্য বাংলা ভাষা সংক্রান্ত প্রযুক্তি বিষয়ে কাজকর্ম। তবে যথেষ্ট সংখ্যক আগ্রহী থাকলে তবেই হ্যাকাথনের আয়োজন করা হবে, নচেৎ নয়।

এই ধরণের সেশন খুব সংক্ষিপ্ত হয়। এই সম্মেলনে এই ধরণের সেশনপিছু ৫ মিনিট সময় বরাদ্দ থাকবে। এক বা একাধিক বক্তা এই সেশন নিতে পারবেন। অনুষ্ঠান শুরুর আগেই বক্তা(রা) সেই প্রেজেন্টেশন তৈরি রাখবেন এবং উইকিমিডিয়া কমন্সে CC-BY-SA 4.0 মুক্ত লাইসেন্সে আপলোড করে রাখবেন। মনে রাখবেন, প্রেজেন্টেশন তৈরি করার সময় মুক্ত চিত্র বা ভিডিও ব্যবহার করবেন এবং সেগুলির উৎস এবং প্রণেতা সঠিকভাবে উল্লেখ করবেন, যাতে তা নিয়মানুযায়ী উইকিমিডিয়া কমন্সে রাখা যায়। প্রেজেন্টেশনের ভাষা বাংলায় রাখবেন। অন্য ভাষায় প্রেজেন্টেশন জমা দিলে তা বাংলা ভাষায় পরিণত করার জন্য নির্দেশ দেওয়া হবে, কোন ভাবেই বাংলা ছাড়া অন্য ভাষায় প্রেজেন্টেশন গৃহীত হবে না। সংক্ষিপ্ত সময়ের জন্য সেশনের শেষে শ্রোতাদের সঙ্গে কোন আলোচনার অবকাশ থাকবে না। সম্মেলনে উপস্থিত না হতে পারলে, ভিডিও রেকর্ডিংইয়ের মাধ্যমে বক্তারা সম্মেলন শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে তাঁদের প্রেজেন্টেশন পাঠিয়ে দিলে সেই রেকর্ডিং সম্মেলনে চালানো হবে।

প্রেজেন্টেশন

এই ধরণের সেশনে এক বা একাধিক বক্তা একটি বিশেষ বিষয়ের ওপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তৃতা দেবেন। অনুষ্ঠান শুরুর আগেই বক্তা(রা) সেই প্রেজেন্টেশন তৈরি রাখবেন এবং উইকিমিডিয়া কমন্সে CC-BY-SA 4.0 মুক্ত লাইসেন্সে আপলোড করে রাখবেন। মনে রাখবেন, প্রেজেন্টেশন তৈরি করার সময় মুক্ত চিত্র বা ভিডিও ব্যবহার করবেন এবং সেগুলির উৎস এবং প্রণেতা সঠিকভাবে উল্লেখ করবেন, যাতে তা নিয়মানুযায়ী উইকিমিডিয়া কমন্সে রাখা যায়। প্রেজেন্টেশনের ভাষা বাংলায় রাখবেন। অন্য ভাষায় প্রেজেন্টেশন জমা দিলে তা বাংলা ভাষায় পরিণত করার জন্য নির্দেশ দেওয়া হবে, কোন ভাবেই বাংলা ছাড়া অন্য ভাষায় প্রেজেন্টেশন গৃহীত হবে না। প্রেজেন্টেশন দেওয়া শেষ হলে শ্রোতাদের সঙ্গে প্রশ্নোত্তরের মারফত দ্বিমুখী আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে। সম্মেলনে উপস্থিত না হতে পারলে, ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে বক্তারা সম্মেলন শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে তাঁদের প্রেজেন্টেশন পাঠিয়ে দিলে সেই রেকর্ডিং সম্মেলনে চালানো হবে।

এই সেশনে সময়ক্রম নিম্নরূপ

  • ১৫ মিনিট (১০ মিনিট প্রেজেন্টেশন + ৫ মিনিট আলোচনা)
  • ৩০ মিনিট (২০ মিনিট প্রেজেন্টেশন + ১০ মিনিট আলোচনা)
  • ৪০ মিনিট (৩০ মিনিট প্রেজেন্টেশন + ১০ মিনিট আলোচনা)

কর্মশালা

এই ধরণের সেশনে কোন একটি বিষয়ের ওপর হাতে-কলমে কাজ শেখানো হয়। সেশনের শুরুতে যে বিষয়ে শেখানো হবে তা সম্বন্ধে সীমিত সময়ের মধ্যে একটি প্রাথমিক আলোচনা করতে হবে, যাতে কর্মশালায় অংশগ্রহণকারীদের বিষয়টি সম্বন্ধে বুঝতে অসুবিধা না হয়। এরপর অংশগ্রহণকারীদের সেই কাজ হাতে কলমে দেখিয়ে তাদের মধ্যে পূর্বনির্ধারিত কিছু কাজ ভাগ করে দেওয়া হবে যাতে সেশনে শেষ হওয়ার আগে সেই কাজ সম্পন্ন হয়। এই ধরণের সেশন অনধিক এক ঘণ্টা চলতে পারে।

কোন প্রকল্প সম্বন্ধে সরাসরি প্রেজেন্টেশন না দিতে চাইলেও পোস্টারের মাধ্যমে বক্তব্য রাখা যেতে পারে। সাধারণতঃ পোস্টারের জন্য সময় বরাদ্দ থাকবে না। তবে ভেন্যুর কোন নির্দিষ্ট স্থানে পোস্টার টাঙানোর ব্যবস্থা থাকবে এবং চাইলে সেই জায়গায় বিরতির সময় নিজের নিজের পোস্টার সম্বন্ধে আলোচনা চলতে পারে। পোস্টার গৃহীত হলে সম্মেলন শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে পিডিএফ (pdf) ফর্ম্যাটে পোস্টার বানিয়ে উইকিমিডিয়া কমন্সে CC-BY-SA 4.0 মুক্ত লাইসেন্সে আপলোড করতে হবে। আয়োজকরা সেই পোস্টার প্রিন্ট করে টাঙানোর ব্যবস্থা করবেন।

প্যানেল আলোচনা

এই ধরণের সেশনে তিন থেকে পাঁচজন বক্তা একই বিষয়ের ওপর বক্তব্য তুলে ধরতে পারেন বা আলোচনা করতে পারেন। এই ধরণের সেশনে বক্তারা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া বাধ্যতামূলক নয়, তবে বক্তারা চাইলে দিতে পারেন। সম্পূর্ণ আলোচনা বাংলা ভাষায় হবে। সেশনের শেষে প্রশ্নোত্তরের মারফত দ্বিমুখী আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে।

এই সেশনে সময়ক্রম নিম্নরূপ

  • ৩০ মিনিট (২০ মিনিট প্যানেল আলোচনা + ১০ মিনিট আলোচনা)
  • ৪০ মিনিট (৩০ মিনিট প্যানেল আলোচনা + ১০ মিনিট আলোচনা)

বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করার জন্য আড্ডার আয়োজন করা যেতে পারে। প্রতিটি আড্ডার বিষয়বস্তু ভিন্ন হতে পারে। যথেষ্ট সংখ্যক অংশগ্রহণকারী আগ্রহী হলে বিভিন্ন আড্ডার জন্য স্থান নির্দিষ্ট করা হতে পারে।

সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য বা নাটকের মতো বিষয়ের আয়োজন করা যেতে পারে। একক বা দলীয়ভাবে যেকোনো আয়োজন করা হতে পারে।