বার্তা কক্ষ/সংগ্রহশালা
অবয়ব
- কমন্সে বাংলা উইকিপিডিয়া ফটোগ্রাফি কনটেস্ট-২০১৪ শুরু:
- বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে উইকিমিডিয়া কমন্সে ১লা সেপ্টেম্বর, ২০১৪ থেকে শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়া ফটোগ্রাফি কনটেস্ট-২০১৪ এবং শেষ হবে ৩১শে অক্টোবর, ২০১৪-এ। এখানে যেকেউ তার নিজের তোলা ছবি নিয়ে অংশগ্রহণ করতে পারবে এবং একজন ব্যবহারকারী যত ইচ্ছা ছবি আপলোড করতে পারবেন। বিস্তারিত এখানে।
- উইকিমিডিয়া বাংলাদেশের অন্তবর্তীকালীন নির্বাহী পরিষদ গঠিত:
- উইকিমিডিয়া বাংলাদেশের প্রথম নির্বাহী পরিষদটি নির্বাচিত হয়েছে। চ্যাপ্টারের নিবন্ধনের কাজ পর্যায়ক্রমিক কাজ; নির্বাহী পরিষদ গঠনের মাধ্যমে এ প্রক্রিয়া একধাপ এগিয়ে গেল। নিবন্ধনের পর সাধারণ সদস্য নেয়া শুরু হবে। তাই চ্যাপ্টার গঠনের সাথে জড়িত প্রতিষ্ঠাতা সদস্যগণের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি গঠন করা হয়। এ কমিটি চ্যাপ্টার নিবন্ধনের পর প্রথম সাধারণসভা পর্যন্ত দায়িত্ব পালন করবে এবং প্রথম সাধারণ সভাতেই পরবর্তী নির্বাহী কমিটি নির্বাচন করা হবে।
- উইকিমিটআপ ঢাকা–১১ আয়োজিত:
- গত ১৬ই ডিসেম্বর ২০১১ তারিখে উইকিমিডিয়া বাংলাদেশ উইকিমিটআপ ঢাকা–১১ এর আয়োজন করে । ঢাকার কাটাবনে অবস্থিত বিডিওএসএন কার্যালয়ে এই মিটআপের আয়োজন করা হয় । উইকিমিডিয়া বাংলাদেশ এর নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং আগ্রহী উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যগণ মিটআপে অংশ নেন । এই আয়োজনের বিস্তারিত পাওয়া যাবে এখানে।
- উইকিমিডিয়া বাংলাদেশ এর নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত:
- গত ৮ই জানুয়ারি ২০১২ তারিখে উইকিমিডিয়া বাংলাদেশ এর নির্বাহী পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে । এতে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সদস্য রাগিব হাসান, তানভির রহমান, আলী হায়দার খান, শাবাব মুস্তাফা ও তানভির মোর্শেদ ।
- প্রথম বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২ অনুষ্ঠিত:
- গত ২ ও ৩ মার্চ চট্টগ্রামে প্রথমবারের মত বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২ অনুষ্ঠিত হয়েছে । এই আয়োজনে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যৌথ আয়োজক হিসাবে ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম । অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে এখানে ।
- উইকিমিডিয়া সম্মেলন ও চ্যাপ্টার্স মিটিং ২০১২ তে উইকিমিডিয়া বাংলাদেশ এর অংশ গ্রহণ:
- গত ৩০ মার্চ থেকে ১ এপ্রিল জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়ে গেল উইকিমিডিয়া কনফারেন্স ও চ্যাপ্টার্স মিটিং ২০১২ । সারা পৃথিবীর ৩৯ টি বর্তমান ও ১ টি প্রক্রিয়াধীন চ্যাপ্টারের প্রতিনিধি সহ উইকিমিডিয়া বোর্ড অফ ট্রাস্টির সদস্যবৃন্দ ও ফাউন্ডেশন স্টাফরা এতে যোগ দেন । উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে প্রথমবারের মত সংগঠনের সাধারণ সম্পাদক তানভির রহমান ও কোষাধ্যক্ষ আলী হায়দার খান এতে অংশগ্রহণ করেন । এই সম্মেলন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে ।
- দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া মিটআপ:
- গত ৮ জুন, ২০১২ তারিখে দিনাজপুরের কারিতাস আঞ্চলিক অফিস প্রাঙ্গনে দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া মিটআপটি অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে । অন্যসব বার উইকিপিডিয়া মিটআপ বাংলা উইকিপিডিয়াকে ফোকাস করে হলেও এই প্রথমবারের মতো কোনো মিটআপ অনুষ্ঠিত হলো সান্তাল বা সাঁওতালি উইকিপিডিয়াকে ফোকাস করে । তাই এটি শুধু দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া মিটআপ-ই নয় বরং সেই সাথে বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সান্তাল উইকিপিডিয়া মিটআপ !
- এই মিটআপে প্রায় ত্রিশ থেকে চল্লিশজন মানুষ অংশগ্রহণ করেছিলেন । এই ত্রিশ জন অংশগ্রহণকারীর মধ্যে দশজন, অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ ছিলেন নারী । বাংলাদেশে সম্ভবত এই প্রথম কোনো উইকিমিটআপে এতো বেশি অনুপাতে নারীদের উপস্থিতি ছিলো। অংশগ্রহণকারীদের বেশিরভাগ-ই ছিলেন শিক্ষার্থী - যাঁরা উইকিপিডিয়া থেকে সরাসরি উপকৃত হতে পারেন ও হচ্ছেন । মিটআপে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সম্মানিত ডীন মহোদয়।