ফটোওয়াক:কুমিল্লা উইকিপিডিয়া ফটোওয়াক, জানুয়ারি ২০১৯
অবয়ব
যোগাযোগ
সমন্বয়কারী
শহিদুল ইসলাম রোমান
ই-মেইল
ফেসবুক ইভেন্ট পাতা
টুইটার হ্যাশট্যাগ:
#bnwiki #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
কুমিল্লা উইকিপিডিয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত
কুমিল্লা উইকিপিডিয়া ফটোওয়াক, জানুয়ারি ২০১৯
তারিখ ও সময়: ৫ জানুয়ারি ২০১৯, ১০:০০–১২:০০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: কুমিল্লা, কুমিল্লা
কুমিল্লা উইকিপিডিয়া সম্প্রদায় কুমিল্লার বিভিন্ন ঐতিহাসিক স্থান, স্থাপনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন এলাকার ছবি সংগ্রহের জন্য একটি ফটোওয়াকের আয়োজন করেছে। আগ্রহীদের সকাল ৯:৩০ এ টাউন হল মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। নিজেদের ক্যামেরা/ ক্যামেরা মোবাইল সাথে করে আনতে হবে।
নিয়মাবলী
[সম্পাদনা]- উইকিমিডিয়া কমন্সে গ্রহণযোগ্য যেকোনো স্থানের ছবি আপলোড দেওয়া যাবে।
- যত খুশি ছবি আপলোড দেওয়া যাবে। তবে ছবিটি যেন নিজের তোলা হয় এবং কপিরাইট নিজের নামেই থাকে।
- প্রতিটি ছবি আপলোড দেওয়ার সময় বিষয়শ্রেণী হিসেবে "Wikipedia Photowalk, Cumilla, January 2019" বিষয়শ্রেণী যুক্ত করতে হবে।
অংশগ্রহণকারী
[সম্পাদনা]- শহিদুল ইসলাম রোমান (Shahidul Hasan Roman • আলাপ)
- মেরাজ (Ibrahim Husain Meraj • আলাপ)
গ্যালারি
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।