বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/ভোটের নিয়ম ও নির্দেশনা

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে।
ইলেকশনবাডি ব্যবহার করে কীভাবে ভোট প্রদান করবেন, এবং ব্যালটের বিভিন্ন ধাপ সম্পর্কে জানতে এই প্রেজেন্টেশনটি দেখতে পারেন

১. ভোটের সময়সূচি

[সম্পাদনা]
১.১. নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন, ২০২৪-এর কার্যক্রম বার্ষিক সাধারণ সভা চলাকালীন অনুষ্ঠিত হবে।
১.২. বার্ষিক সাধারণ সভার সময়সূচী: শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়)
১.২. বার্ষিক সাধারণ সভা চলাকালীন, সন্ধ্যা ৭:৫০-এ নির্বাচন কমিটির একজন সদস্য নির্বাচন সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্দেশ্যে মিটিং পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন।
১.৩. ভোট গ্রহণ শুরু হবে রাত ৮টায়।
১.৪. ভোট গ্রহণ শুরু হওয়ার ২০ মিনিট পর অথবা, সকল ভোটার ভোট প্রদান করার পর স্বয়ংক্রিয়ভাবে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়ে যাবে।

২. ভোটার তালিকা ও পরিচয় নিশ্চিতকরণ

[সম্পাদনা]
২.১. উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী শুধুমাত্র বার্ষিক সাধারণ সভায় উপস্থিত বৈধ প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাধারণ সদস্য ভোট প্রদানের জন্য উপযুক্ত। অর্থাৎ, গঠনতন্ত্র অনুযায়ী যে-সকল ভোটার (প্রতিষ্ঠাকালীন ও সাধারণ সদস্য) বার্ষিক সাধারণ সভা আরম্ভ হবার পর থেকে ভোট গ্রহণ শুরুর পূর্ব পর্যন্ত যে-কোনো সময় অন্তত একবার অন-লাইনে জুম মিটিংয়ে প্রবেশ করবেন, তাঁরা সভায় উপস্থিত হিসেবে গণ্য হবেন এবং ভোট প্রদানের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন।
২.২. ভোটারের পরিচয় নিশ্চিত করার উদ্দেশ্যে জুমের ওয়েটিং রুমে অপেক্ষমান সদস্যকে নাম, সদস্য নম্বর, ইত্যাদি তথ্য জিজ্ঞাসা করা হতে পারে এবং এজন্য কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে। অনুগ্রহপূর্বক এই সময়টুকু ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রত্যেক ভোটারকে উইকিমিডিয়া বাংলাদেশের কাছে সংরক্ষিত তাঁর প্রয়োজনীয় তথ্য (যেমন: নাম, সদস্য নম্বর, প্রাথমিক ই-মেইল ঠিকানা, ইত্যাদি) ই-মেইলে জানানো হয়েছে।

৩. ভোট গ্রহণ পদ্ধতি

[সম্পাদনা]
৩.১. ভোট গ্রহণ কার্যক্রম অন-লাইনে অনুষ্ঠিত হবে এবং এজন্য অন-লাইন ভোট পদ্ধতিতে ইলেকশনবাডি ওয়েবসাইটের সফটওয়্যার ব্যবহৃত হবে।
৩.২. ভোট গ্রহণ পর্ব গোপন ব্যালটে অনুষ্ঠিত হবে।
৩.৩. বহুত্ব ভোট গ্রহণ প্রক্রিয়ায় ভোট গণনা করা হবে।

৪. ভোটের ব্যালটপ্রাপ্তি

[সম্পাদনা]
৪.১. ভোট গ্রহণ কার্যক্রম শুরু হলে ভোট প্রদানের জন্য উপযুক্ত উপস্থিত সদস্যবৃন্দ তাঁদের নিবন্ধিত প্রাথমিক ই-মেইল ঠিকানায় অন-লাইন ব্যালটের লিংক ও একটি ষোল অক্ষরের আলফানিউমেরিক অ্যাক্সেস আইডি পাবেন। এই অ্যাক্সেস আইডি ইলেকশনবাডি কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে তৈরিকৃত যা ইলেকশনবাডি ওয়েবসাইট কর্তৃক ভোটারকে তাঁর নিবন্ধিত প্রাথমিক ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে। এক্ষেত্রে ভোটার হিসেবে আপনি—
৪.১.১. সহজ পদ্ধতি হিসেবে আপনার ই-মেইলে সরাসরি অনলাইন ব্যালটের লিংকে ক্লিক করে ব্যালট দেখতে ও ভোট দিতে পারবেন। অথবা,
৪.১.২. https://secure.electionbuddy.com/ballot লিংকে ক্লিক করে অ্যাক্সেস আইডি প্রদান করার মাধ্যমেও ব্যালট দেখতে ও ভোট দিতে পারবেন
৪.২. একটি ব্যালট ব্যবহার করে আপনি কেবলমাত্র একবারই ভোট প্রদান করতে পারবেন।
৪.৩. যেহেতু ভোট প্রদানের জন্য ব্যালট ভোটারের নিবন্ধিত প্রাথমিক ই-মেইল ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে, তাই অনাকাঙ্ক্ষিত সমস্যা কিংবা ঝামেলা এড়াতে ভোট কার্যক্রম শুরুর আগে থেকেই আপনি যে আপনার নিবন্ধিত ই-মেইলে প্রবেশ করেছেন ও ই-মেইল চেক করতে পারছেন তা নিশ্চিত করুন। উল্লেখ্য, আপনার নিবন্ধিত ই-মেইল কোনটি তা আপনাকে ইতোপূর্বে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে।
৪.৪. একজন ভোটার শুধুমাত্র ই-মেইলেই ব্যালট পাবেন এবং তা ভোটারের প্রাথমিক ই-মেইল ঠিকানায় প্রদান করা হবে। নিবন্ধিত প্রাথমিক ই-মেইল ছাড়া অন্য কোনো ই-মেইল ঠিকানায় ব্যালট প্রদান করা হবে না।
৪.৫. ভোট গ্রহণ কার্যক্রম (রাত ৮:০০ থেকে রাত ৮:২০) শুরুর পর কোনো বৈধ ভোটার বার্ষিক সাধারণ সভায় প্রবেশ করলে তিনি ব্যালট পাবেন না। অর্থাৎ, ভোটারকে বার্ষিক সাধারণ সভা আরম্ভ হবার পর থেকে ভোট গ্রহণ শুরুর পূর্ব পর্যন্ত যে-কোনো সময় অন্তত একবার অন-লাইনে জুম মিটিংয়ে প্রবেশ করবেন, তাঁরা সভায় উপস্থিত হিসেবে গণ্য হবেন এবং ভোট প্রদানের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

৫. ভোট প্রদানের নিয়ম

[সম্পাদনা]
৫.১. যেহেতু উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ ৯ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয়, তাই ভোট প্রদান করতে চাইলে প্রত্যেক ভোটারকে ব্যালটের প্রার্থী তালিকা থেকে অবশ্যই ৯ জন প্রার্থীকে বেছে নিতে হবে।
৫.২. ব্যালটে আপনার পছন্দের প্রার্থীর ডান পাশের টিক বক্সে ক্লিক করুন।
৫.৩. ৯ জন প্রার্থীকে বেছে নেওয়ার পর কন্টিনিউ লিংকে ক্লিক করুন।
৫.৪. পরবর্তী পাতায় আপনার বেছে নেওয়া নয়জন প্রার্থীর নাম প্রদর্শন করা হবে। আপনি নিশ্চিত হলে নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট বাটনে ক্লিক করে ভোট প্রদান সম্পন্ন করুন; কিংবা, প্রার্থী পরিবর্তন করতে চাইলে এডিট বাটনে ক্লিক করে পূর্বের পাতায় ফেরৎ যেতে পারবেন ও ইচ্ছা অনুযায়ী পছন্দ পরিবর্তন করতে পারবেন।
৫.৫. সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ভোট প্রদান শেষ হবে এবং পরবর্তী পাতায় আপনার ভোট প্রদানের তারিখ, সময়, এবং কনফার্মেশন কোড প্রদর্শিত হবে। আপনার ভোট প্রদানের বিষয়টি নিশ্চিত করতে এই তথ্যগুলো আপনাকে ই-মেইলের মাধ্যমেও প্রদান করা হবে।

৬. পুনঃনির্বাচন (প্রয়োজন সাপেক্ষে)

[সম্পাদনা]
৬.১. বহুত্ব ভোট গ্রহণ প্রক্রিয়ায় ফলাফল গণনায় যদি ৯-এর বেশি সদস্য ভোটে নির্বাচিত হন, তবে সর্বশেষ অবস্থানে যুগ্মভাবে নির্বাচিত প্রার্থীদেরকে নিয়ে প্রয়োজনীয়সংখ্যক সদস্য নির্বাচনের উদ্দেশ্যে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। উদাহরণস্বরূপ—
৬.১.১. যদি বহুত্ব ভোট গ্রহণ প্রক্রিয়ায় ১০ জন প্রার্থী নির্বাচিত হন, এবং ১০ জনের মধ্যে শেষ অবস্থানে ৩ জন প্রার্থী সমানসংখ্যক ভোট পান, সেক্ষেত্রে প্রথম ৭ জন নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হবেন এবং নির্বাহী পরিষদের বাকি ২টি সদস্যপদের জন্য ঐ ৩ জনকে নিয়ে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে পুনঃনির্বাচনের ব্যালটে ঐ ৩ জন প্রার্থীই থাকবেন এবং ভোটারদেরকে ঐ প্রার্থীদের ভেতর থেকে ২ জনকে বেছে নিতে হবে।
৬.১.২. যদি বহুত্ব ভোট গ্রহণ প্রক্রিয়ায় ১১ জন প্রার্থী নির্বাচিত হন, এবং ১১ জনের মধ্যে শেষ অবস্থানে ৫ জন প্রার্থী সমানসংখ্যক ভোট পান, সেক্ষেত্রে প্রথম ৬ জন নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হবেন এবং নির্বাহী পরিষদের বাকি ৩টি সদস্যপদের জন্য ঐ ৫ জনকে নিয়ে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে পুনঃনির্বাচনের ব্যালটে ঐ ৫ জন প্রার্থীই থাকবেন এবং ভোটারদেরকে ঐ প্রার্থীদের ভেতর থেকে ৩ জনকে বেছে নিতে হবে।
৬.২. পুনঃনির্বাচন কার্যক্রম প্রয়োজন অনুসারে ইলেকশবাডি ওয়েবসাইট ব্যবহার করে অথবা জুমের পোলিং সুবিধা ব্যবহার করে পরিচালিত হবে।
৬.৩. পুনঃনির্বাচনের ক্ষেত্রেও ভোট গ্রহণ কার্যক্রম গোপনীয়তার সাথে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ভোটার কাকে ভোট প্রদান করেছেন তা জানা সম্ভব হবে না।
৬.৪. জুমের পোলিং সুবিধা ব্যবহার করে ভোট গ্রহণ করা হলে ভোট প্রদানের উদ্দেশ্যে ভোটারদেরকে অবশ্যই একটি সুনির্দিষ্ট ব্রেকআউট রুমে প্রবেশ করতে হবে।
৬.৫. পুনঃনির্বাচনের ক্ষেত্রে ভোট প্রদানের জন্য সর্বোচ্চ ১০ মিনিট বরাদ্দ করা হবে।

৭. ফলাফল

[সম্পাদনা]
৭.১. ভোট গ্রহণ কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন হবার পর নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ফলাফল ঘোষণা করবেন।
৭.২. ফলাফল ঘোষণার পর ইলেকশনবাডি কর্তৃক তৈরিকৃত নির্বাচনী ফলাফল পাতার লিংক সদস্যদের প্রদান করা হবে।
  • সকল ক্ষেত্রেই নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
  • সকল সময়ই বাংলাদেশ সময় অর্থাৎ ইউটিসি+৬:০০ অনুযায়ী হবে।