নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/শাবাব মুস্তাফা

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

শাবাব মুস্তাফা
শাবাব মুস্তাফা
Shabab Mustafa
সদস্য নম্বর: WMBD-FM-005
প্রতিষ্ঠাতা সদস্য
Tarunno

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও আন্তর্জাতিক উইকি আন্দোলনের বেশ কিছু কমিটি এবং উপ-কমিটিতে দায়িত্ব পালন করেছি। বাংলা কম্পিউটিং জনপ্রিয়করণ আন্দোলনে কর্মী হিসেবে, বাংলাদেশের লিনাক্স সম্প্রদায়ে নেতৃস্থানে কাজ করেছি। এসকল দায়িত্ব পালনকালে সম্মুখ সারির কর্মঅভিজ্ঞতা, উইকি-আন্দোলন সম্পর্কে সুস্পষ্ট ধারণা, প্রাতিষ্ঠানিক ও আইনী জ্ঞান এবং জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক সঞ্চিত হয়েছে। নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে অর্জিত জ্ঞান এবং আস্থা কাজে লাগিয়ে সংগঠনের কাজ এগিয়ে নিতে পারব।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

আমি ৬টি মেয়াদে (২০১২-২০২৩) নির্বাহী পরিষদ সদস্য, তন্মধ্যে ২ মেয়াদে সভাপতি (২০১৮-১৯, ২০২২-২৩) হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার কর্মকালে আমি সংগঠনের নীতি-নির্ধারণ, কর্মপরিকল্পনা, কর্মবাস্তবায়ন, কর্মবাস্তবায়নের তত্ত্বাবধান,নথিকরণ, আন্তসংগঠন এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, উইকিমিডিয়া বাংলাদেশের প্রকাশনাসমূহের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ কার্যক্রমের তত্ত্বাবধান করেছি। এর পাশাপাশি ৪টি আন্তর্জাতিক সম্মেলনে উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

নীতিনির্ধারক হিসেবে কাজ করার পাশাপাশি বিগত বছরগুলোতে আমি দেশের বিভিন্ন স্থানে ৯টি কর্মশালার পরিকল্পক, আয়োজক এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া ১৫টির অধিক মিটআপ, ৬টি নিবন্ধ প্রতিযোগিতা, ৩টি চিত্র প্রতিযোগিতা, ৪টি দেশীয় সম্মেলন এবং অসমেম্মলনে আয়োজক দলের সাথে দায়িত্ব পালন করেছি। এছাড়াও উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন প্রচারণা কার্যক্রমে আয়োজক এবং তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। অন-উইকিতে বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিসংকলন এবং উইকিমিডিয়া কমন্সে সীমিত আকারে কাজ করার অভিজ্ঞতা আছে।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

আমাদের ভবিষ্যতে প্রচুর কাজের সুযোগ রয়েছে কিন্তু প্রধান প্রতিবন্ধক হচ্ছে পর্যাপ্ত অর্থায়ন। আইনী এবং আনুষাঙ্গিক জটিলতাগুলো নিরসনে আমি নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি যার বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। নির্বাচিত হলে এই প্রতিবন্ধকতাটি আমি যথাসম্ভব দূর করতে চেষ্টা চালিয়ে যাব, যাতে একটি অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে পারি। এছাড়া জাতীয় নীতিনির্ধারণী মহলে মুক্তজ্ঞানের দর্শন জোরালেভাবে তুলে ধরে জাতীয় জ্ঞানভান্ডারে সঞ্চিত জ্ঞানের আরো সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পক্ষে কাজ করার ইচ্ছা আছে।