নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/মানিক সরেন

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

মানিক সরেন
মানিক সরেন
Manik Soren
সদস্য নম্বর: WMBD-RM-093
সাধারণ সদস্য
Manik Soren

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি মূলত সাঁওতালি উইকিপিডিয়ায় বেশি কাজ করি এবং বর্তমানে এর একজন স্থায়ী প্রশাসক। পাশাপাশি বাংলা উইকিপিডিয়া, উইকিমিডিয়া কমন্স এবং উইকিডাটাতেও অবদান রাখার চেষ্টা করছি। উইকিমিডিয়া ফাউন্ডেশন ও উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের অনলাইন ও অফলাইন বিভিন্ন কার্যক্রমেও অংশগ্রহণ করেছি। আমার স্বপ্ন পৃথিবীর সকল ভাষা সমান মর্যাদায় টিকে থাকুক। এই জন্য নিজের সাধ্যের মধ্যে কাজ করে যাচ্ছি। উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলে অবশ্যই আমি আরো সক্রিয়ভাবে কাজ করবো।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

  • বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের অংশ হিসেবে সাঁওতালি উইকিপিডিয়া প্রতিষ্ঠায় কাজ করেছি;
  • উইকিমিডিয়া বাংলাদেশ এর বিভিন্ন অনলাইন ও অফলাইন ইভেন্টে সক্রিয় অংশগ্রহণ করেছি;
  • ইন্টারনেটে সাঁওতালি ও বাংলা ভাষার কনটেন্ট সমৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি;
  • বাংলাদেশ উইকিমিডিয়া আন্দোলনের বিভিন্ন কাজকে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের সাহায্যে প্রচার, প্রসারের কাজ করে যাচ্ছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

  • উইকিমিডিয়া আন্দোলনে আরো বেশি বেশি কর তরুন, যুবদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য কাজ করবো;
  • উইকিমিডিয়া আন্দোলনকে গ্রাম পর্যায়ে নিয়ে আসবো;
  • সাঁওতালিসহ দেশের অন্যান্য আদিবাসী ভাষায় উইকিমিডিয়া আন্দোলনকে ছড়িয়ে দিব;
  • অস্বচ্ছল সক্রিয় অবদানকারীদের ইন্টারনেট/কম্পিউটার/মোবাইল সামগ্রী কিভাবে দেওয়া যায় সেই জন্য কাজ করবো;
  • সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উইকিমিডিয়া আন্দোলনকে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে কাজ করবো;
  • বিভিন্ন উইকি সম্প্রদায় এবং সংগঠনের সাথে সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করবো।