নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/ঐশিক রেহমান

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

ঐশিক রেহমান
ঐশিক রেহমান
Aishik Rehman
সদস্য নম্বর: WMBD-RM-087
সাধারণ সদস্য
Aishik Rehman

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি ঐশিক রেহমান, প্রায় ছয় বছর ধরে অর্থাৎ ২০১৮ থেকে উইকিমিডিয়া আন্দোলনের সাথে এবং তিন বছর (২০২১ থেকে) ধরে উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যুক্ত রয়েছি। আমি উইকিমিডিয়া আন্দোলনের সাথে অফলাইন ও অনলাইন বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারী, পর্যালোচক, স্বেচ্ছাসেবক এবং আয়োজক হিসেবে বিভিন্ন সময় অবদান রেখেছি। আমি বর্তমানে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে অধ্যয়ন করছি।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

আমি উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বিভিন্ন এডিটাথন, অফলাইন আয়োজন, একুশে সমাবেশে বিভিন্ন সময় অংশগ্রহণকারী পর্যালোচক ও আয়োজক হিসেবে ভূমিকা রেখেছি এবং বিভিন্ন আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেছি। আমি বর্তমানে একাধিক বাংলা প্রকল্পে প্রশাসক, ইন্টারফেস প্রশাসক ও মেন্টর হিসেবে অবদান দেখভাল করছি। এই মুহূর্তে বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলন সনদের খসড়া প্রণয়ন কমিটির প্রতিনিধি হিসেবে কাজ করছি। ময়মনসিংহ আঞ্চলিক উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রস্তাবনা থেকে শুরু করে কর্মসূচি নির্ধারণে প্রথম থেকেই প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যুক্ত রয়েছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

  1. কিছু সক্রিয় উপকমিটি তৈরি এবং তাদের কার্যক্রমে সহায়তা;
  2. আঞ্চলিক ও বৈশ্বিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ এবং সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধি;
  3. অনুদান জনিত প্রতিবন্ধকতা কমানোর চলমান প্রচেষ্টাকে বেগবান করা এবং এরপর নিয়মিত ইন্টারনেট সহায়তা প্রদানের ব্যবস্থা করা, ফান্ডরেইজিংয়ে কাজ করা;
  4. শিক্ষাপ্রতিষ্ঠান এবং বন্ধুপ্রতিম প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন কর্মসূচি, স্পন্সরশিপ এবং সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধিতে নির্বাহী পরিষদকে সহযোগিতা করা;
  5. উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র, রেজুলেশন এবং ওয়েবসাইটের ইন্টারফেস বাংলায় ভাষান্তর করা।