নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/এ কে আল মহীউদ্দিন

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

এ কে আল মহীউদ্দিন
এ কে আল মহীউদ্দিন
A K Al Mohiuddin
সদস্য নম্বর: WMBD-RM-012
সাধারণ সদস্য
Moheen

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি ২০১০ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি। ২০১৪ সালে চট্টগ্রামে উইকিমিডিয়া প্রকল্পগুলির সম্ভাব্যতা এবং সম্প্রসারণে সহায়তা প্রদানের উদ্দেশ্যে "চট্টগ্রাম উইকিসম্প্রদায়" নামে উইকিমিডিয়া বাংলাদেশ প্রথম আঞ্চলিক সম্প্রদায় প্রতিষ্ঠা করি। বাংলা উইকিপিডিয়ায় এবং উইকিমিডিয়া কমন্সে আমার প্রশাসক অধিকার রয়েছে। ২০২১-২২ মেয়াদে আমি ন্যায়পাল কমিশনের একজন সদস্য হিসেবে কাজ করেছি। এছাড়াও ২০১৮ সালে বাংলা উইকিভ্রমণ চালুর ক্ষেত্রে আমার সক্রিয় অবদান ছিল।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

আমি ২০১৬-১৮, ২০১৮-২০, ২০২০-২১ এবং ২০২২-২৩ মেয়াদে নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে সক্রিয় অবদান রেখেছি। এছাড়াও আমি ২০১৫ সালে গঠিত প্রথম কার্যনির্বাহী পরিষদের পরিকল্পনা ও আউটরিচ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের অনলাইন/অফলাইন বিভিন্ন কার্যক্রমে আমার সক্রিয় আবদান রয়েছে। এছাড়াও উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে উইকি লাভস মনুমেন্টস (২০১৬ থেকে ২০২০) এবং উইকি লাভস আর্থ (২০১৭ থেকে ২০২০) আয়োজন করেছি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের অনলাইন/অফলাইন বিভিন্ন কার্যক্রমে আমার সক্রিয় আবদান রয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে উইকি লাভস মনুমেন্টস (২০১৬-২০) এবং উইকি লাভস আর্থ (২০১৭-২০) আয়োজন করেছি। এছাড়াও অন-অফলাইন মিলিয়ে ১২টি এডিটাথন, দেশের বিভিন্ন স্থানে ৮টি কর্মাশালা, চট্টগ্রামে ২টি ফটোওয়াক ও ১২টি উইকিআড্ডার আয়োজন করেছি। ২০১৯ সালে বাংলা-জার্মান সাংস্কৃতিক বিনিময় প্রকল্প, এবং উইকিক্যাম্প চট্টগ্রাম নামে দেশের প্রথম উইকিক্যাম্পের আয়োজন করেছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

নির্বাহী পরিষদের সদস্য হবার পর বরাবরের মতোন আমার সক্রিয়তা বজায় রাখতে পারবো বলে মনে করি। আগামীতেও উইকিমিডিয়া বাংলাদেশের কর্মপন্থায় যুগসই পদক্ষেপ গ্রহণে আমার দৃঢ় ভূমিকা বজায় থাকবে। আমরা ইতোমধ্যে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারীদলের সাথে সমন্বিতভাবে বাংলা উইকিমৈত্রী নামে একটি আন্তর্জাল তৈরি করেছি। যার অধীনে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নানাবিধ কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে এবং তার বাস্তবায়নে আমার সক্রিয় ভূমিকা রয়েছে এবং থাকবে।