বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/আলী হায়দার খান

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

আলী হায়দার খান
আলী হায়দার খান
Ali Haidar Khan
সদস্য নম্বর: WMBD-FM-003
প্রতিষ্ঠাতা সদস্য
Ali Haidar Khan

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

উইকিমিডিয়ার অনলাইন ও অফলাইন কার্যক্রমের সাথে আছি ২০০৬ থেকে। উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ, পরে সভাপতি, এবং সর্বশেষ নির্বাহী পরিষদের সদস্য হিসেবে পথচলায় সাথে ছিলাম এবং আছি। উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফান্ডস ডেসিমিনেশন কমিটির সদস্য এবং ভাইস চেয়ার নির্বাচিত হই ২০১২ সালে; পাঁচবছর এ দায়িত্ব পালন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বিবিএ, আইবিএ থেকে এমবিএ এবং কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে এনালিটিক্সে মাস্টার্স। কর্মজীবন ফাইন্যান্স ও ব্যাংকিয়ে।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?

বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনকে প্রতিষ্ঠানিক রূপ দিতে সমমনা কয়েকজন মিলে আমরা উইকিমিডিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এর গঠনতন্ত্র বেশিরভাগটাই আমার লেখা এবং দুই বছরের বেশি সময় পরিশ্রমের পর এর রেজিস্ট্রেশন করতে সক্ষম হই। উইকিমিডিয়া বাংলাদেশের শুরুর কঠিন দিনগুলো থেকে এর কার্যক্রম দেশব্যাপি বিস্তারে কাজ করেছি। একে শুধু ঢাকা কেন্দ্রীক না রেখে সারাদেশ থেকে সদস্য সংগ্রহের উদ্যোগ নিই এবং বিভাগীয় কার্যক্রম শুরু করি। দায়িত্ব পালন: কোষাধ্যক্ষ - ২০১২-২০১৫, সভাপতি - ২০১৬-২০১৭, নির্বাহী সদস্য - ২০১৮-২০২৩।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?

২০০৬ সাল থেকে বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সাথে আছি। শুরু থেকে অনলাইন ও অফলাইন কার্যক্রম আয়োজনে সম্পৃক্ত থেকেছি। এর মধ্যে আছে উইকিপিডিয়া কর্মশালা, উইকিআড্ডা, একুশে ফেব্রুয়ারির সমাবেশ, বাংলা উইকিপিডিয়া অনকনফারেন্স, কনফারেন্স, এডিটএথন, জিমিওয়েলস এর বাংলাদেশ সফর, এবং বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে কর্মশালা আয়োজন। এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন দাপ্তরিক কাজেও সম্পৃক্ত থেকেছি। উইকিমিডিয়ার আন্তজার্তিক পরিমন্ডলে উইকিমিডিয়া বাংলাদেশের হয়ে প্রচারণা ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে যোগাযোগে কাজ করেছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?

উইকিমিডিয়া বাংলাদেশকে বিশ্বের একটি প্রথমসারির উইকমিডিয়া চ্যাপ্টার হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে সে লক্ষ্যে প্রথম থেকে কাজ করে আসছি - সে পথে আমরা এখন অনেকদূর এগিয়েছি।

সামনের দিনগুলোতে বাংলাদেশের সব জেলায় উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম বিস্তার করতে চাই যাতে মুক্তজ্ঞানের চর্চা দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে যায়।