আর কে হান্নান R K Hannan সদস্য নম্বর: WMBD-RM-014 সাধারণ সদস্য Sufe
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি আর কে হান্নান। বয়স ৩৩। ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি থেকে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছি। স্নাতকের ছাত্র থাকাকালীন উইকিপিডিয়ার কাজের সাথে সম্পৃক্ত হই। পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপ ম্যানেজমেন্ট এন্ড প্র্যাকটিসে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত। পেশাগত জীবনে আমি একজন ব্যবসায়িক উদ্যোক্তা। আমার শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবনী কৌশল উইকি মুভমেন্টে সহায়ক হবে বলে মনে করি।
প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?
২০১৫ সাল হতে উইকিমিডিয়া বাংলাদেশের আনুষ্ঠানিক সদস্য। ২০১৫-১৮ মেয়াদে সাবেক কার্যনির্বাহী পরিষদে কমিউনিটি ডিরেক্টর, প্লানিং অ্যান্ড আউটরিচ হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া অন-উইকি ও কমন্সে আমার অবদান রয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে কর্মশালা ও অন্যান্য অনুষ্ঠানাদি পরিচালনার অভিজ্ঞতা আছে। অফলাইনে অনুষ্ঠিত একাধিক মিটআপ, এডিটাথন, ফটোওয়াক ও প্রচারণা অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারী হিসেবে সক্রিয় ছিলাম।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?
স্কুল পর্যায়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় উন্মুক্ত শিক্ষাদানে উইকিপিডিয়াকে সহায়ক টুলস হিসেবে কিভাবে সম্পৃক্ত করা যায় সে ব্যাপারে আগ্রহী। বিভিন্ন শ্রেণী ও পেশার মধ্যে উইকিপিডিয়া কিভাবে জনপ্রিয় করা যায় সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে আগ্রহী। এছাড়া, তথ্যের উন্মুক্ত প্রবেশাধিকার সহায়তায় উইকি কমন্স, সোর্স ও বই কিভাবে জনপ্রিয় করা যায় সে ব্যাপারে ভূমিকা রাখতে চাই।