নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৪/প্রার্থী/অংকন ঘোষ দস্তিদার
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
বাংলা উইকিপিডিয়ার মাধ্যমে অবদান রাখা শুরু হয় ২০১২ সাল থেকে, অন্যান্য সহপ্রকল্পেও অবদান রাখতে শুরু করি। অনলাইনে এডিটাথন, প্রতিযোগিতা ছাড়াও ছাড়াও কর্মশালা, ফটোওয়াক আয়োজনসহ উইকির নানা কার্যক্রমে অবদান রেখেছি। এখন পর্যন্ত ৯টি কর্মশালা/ সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেছি। যুক্ত ছিলাম সম্মেলন আয়োজনে। উইকিবার্তার সহকারী সম্পাদক এবং উইকিমিডিয়া এডুকেশন নিউজলেটারের সম্পাদক হিসেবে কাজ করেছি দীর্ঘদিন। স্বেচ্ছাসেবার বাইরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের হয়ে কাজ করেছি ২.৫ বছর। প্রবন্ধ লিখেছি দৈনিক ও ম্যাগাজিনে।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণসহ বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নতি সাধনে আপনার ভূমিকা কিরূপ ছিলো?
সেক্রেটারি (নভেম্বর ২০২০ — ডিসেম্বর ২০২৩)
নির্বাহী সদস্য (অক্টোবর ২০১৮ — নভেম্বর ২০২০)
কার্যনির্বাহী সদস্য: কমিউনিটি ডিরেক্টর, প্ল্যানিং অ্যান্ড আউটরিচ (অক্টোবর ২০১৭ — অক্টোবর ২০১৮)
সংক্ষেপে ভূমিকা: কর্মশালা, ফটোওয়াক, প্রতিযোগিতা, এডুকেশন প্রোগ্রাম আয়োজন; সম্মেলন আয়োজনে সহযোগিতা; প্রকাশনা সম্পাদনা; আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্বকরণ।প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ অথবা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অন-লাইন এবং অফ-লাইনে আপনি এখন পর্যন্ত কি কি ভূমিকা পালন করেছেন?
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য হবার পর আপনি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সামগ্রিক অগ্রগতিতে ভবিষ্যতে কি কি কাজ করতে চান?