নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/মার্চ, ২০২০

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - মার্চ ১৪, ২০২০

  • স্থান: স্কাইপে (অনলাইন)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), নাহিদ সুলতান (সেক্রেটারি), তানভির মোর্শেদ (ট্রেজারার), মাসুম-আল-হাসান, ও অংকন ঘোষ দস্তিদার।
  • নথি তৈরি করেছেন: অংকন ঘোষ দস্তিদার, নির্বাহী সদস্য

শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় বাংলাদেশ সময়, বিকাল ৫টায়। এর পূর্বে নাহিদ সুলতান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনে এই সভা আয়োজিত হয়।

হাউজকিপিং[সম্পাদনা]

সভার আলোচ্যসূচি[সম্পাদনা]

  1. করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীতে আমাদের পরিকল্পনা

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীতে পরিকল্পনা[সম্পাদনা]

দেশে বৈশ্বিক মহামারীর পরিস্থিতি বিবেচনা করে বোর্ড একমত হয় যে ১৪ মার্চ ২০২০ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত উইকিমিডিয়া বাংলাদেশ এবং এর অধীন আঞ্চলিক সম্প্রদায়সমূহের উইকিপিডিয়া সংশ্লিষ্ট সকল অফলাইন কার্যক্রম (মিটআপ, কর্মশালা, সেমিনার) এবং জনসমাগম হয় এমন সকল অনুষ্ঠান স্থগিত করা হবে। উল্লেখ থাকে যে, উইকিপিডিয়ার তত্ত্বাবধানকারী অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের সম্প্রতি তাদের প্রধান কার্যালয় মার্চ মাসব্যাপী বন্ধ রাখার ঘোষণা দেয় এবং উইকিমিডিয়ার বেশ কিছু বৈশ্বিক সম্মেলনও বাতিল করে। বাংলাদেশ থেকে উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পের অবদানকারীদের জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ মেনে চলার অনুরোধ করার জন্য বিবৃতি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। তবে অনলাইনে পরিচালনা সম্ভব এ ধরণের আয়োজন; যেমন এডিটাথন, কর্মশালা ইত্যাদি আয়োজনের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়।