নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/মার্চ, ২০১৭
অবয়ব
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - মার্চ ২৪, ২০১৭
- স্থান: ঢাকা, বাংলাদেশ
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: আলী হায়দার খান (সভাপতি), নাহিদ সুলতান (সেক্রেটারি), তানভির মোর্শদ (ট্রেজারার), মুনির হাসান, নুরুন্নবী চৌধুরী হাছিব, শাবাব মুস্তাফা, এ কে আল মহিউদ্দীন (ভার্চুয়ালি যোগদান করেন) ও তানভির রহমান (ভার্চুয়ালি যোগদান করেন)।
- নথি তৈরি করেছেন: নাহিদ সুলতান, সেক্রেটারি
আলী হায়দার খানের সভাপতিত্বে সভা শুরু হয় বিকাল ৬টা ১০ মিনিটে। এর পূর্বে নাহিদ সুলতান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।