নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরনী/বার্ষিক সাধারণ সভা ২০২২

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

বার্ষিক সাধারণ সভা ২০২২’র কার্যবিবরণী - ২২ জানুয়ারি ২০২২

  • স্থান: অনলাইন (জুম)
  • নথি তৈরি করেছেন: মাসুম-আল-হাসান, কোষাধ্যক্ষ

২০২২ সালের ২২ জানুয়ারি কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনেে উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা সন্ধ্যা ৮ ঘটিকায় শুরু হয়। সভায় উইকিমিডিয়া বাংলাদেশের ১৬ জন নিবন্ধিত সদস্য এতে যোগদান করেন।

অংকন ঘোষ দস্তিদার সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার নিম্নোক্ত আলোচ্যসূচি উপস্থাপন করেন।

  1. স্বাগত বক্তব্য
  2. ২০২১ সালে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক পরিচালিত বাৎসরিক কার্যবিবরণী পেশ
  3. ২০২০-২১ অর্থ বছরে উইকিমিডিয়া বাংলাদেশের আর্থিক বিবরণী পেশ
  4. প্রোগ্রামস কমিটি বিষয়ক আলোচনা
  5. বাংলাভাষী উইকিমিডিয়ান কমিউনিটির দলগুলোর মধ্যে একটি সহযোগী নেটওয়ার্ক তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা
  6. ২০২২-২৩ মেয়াদের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচন
  7. বিবিধ আলোচনা
  8. সমাপ্তি

সাধারণ সম্পাদক অংকন ঘোষ দস্তিদার ২০২১ সালের নিম্নোক্ত প্রতিবেদনটি উপস্থিত সদস্যদের সামনে উপস্থাপন করেন।

কার্যক্রমের প্রতিবেদন ২০২১ - উইকিমিডিয়া বাংলাদেশ[সম্পাদনা]

কর্মশালা[সম্পাদনা]

২০২১ সালে অনলাইন প্ল্যাটফর্মে একটি কর্মশালার আয়োজন করা হয়। চলমান কোভিড-১৯ এর কারনে কোন অফলাইন কর্মশালা আয়োজন করা সম্ভব হয়নি।

বাংলা উইকিপিডিয়া অনলাইন কর্মশালা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২০২১

২০২১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার একটি কর্মশালা আয়োজিত হয়। চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে অনলাইনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উইকিপিডিয়ার এই কর্মশালায় উইকিপিডিয়া সম্পর্কে আলোচনা, উইকিপিডিয়ায় অবদান রাখা ও কীভাবে পরিবেশ, জলবায়ু প্রভৃতি বিষয়বস্তু উইকিপিডিয়াতে সমৃদ্ধ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালাটি পরিচালনা করে উইকিমিডিয়া বাংলাদেশ এবং আয়োজনে সহযোগিতা করেছে এনভায়রনমেন্ট ওয়াচ: বুয়েট।

উইকি এডুকেশন প্রোগ্রাম[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উইকিপিডিয়ায় সম্পৃক্ত করতে ও বাংলা উইকিপিডিয়ায় প্রকৌশল বিষয়ক নিবন্ধ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে ২১ ফেব্রুয়ারি - ১২ মে পর্যন্ত প্রথমবারের মতো আয়োজিত হয় উইকি এডুকেশন প্রোগ্রাম। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এডুকেশন প্রোগ্রামের সর্বপ্রথম সংস্করণে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষার্থীরা। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এই এডুকেশন প্রোগ্রাম অ্যাকাডেমিক কারিকুলামের অংশ হিসেবে আয়োজিত হলেও বাংলাদেশে আগে কখনোই এধরণের কার্যক্রম আয়োজিত হয়নি। বুয়েটে আয়োজিত এই এডুকেশন প্রোগ্রাম মূল অ্যাকাডেমিক কারিকুলামের অংশ হিসেবে নয়, বরং সহশিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত হয়েছে। তবে নন-ক্রেডিট হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। আয়োজিত এ কার্যক্রমে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, পুরকৌশলসহ বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয়ে মোট ১০৩টি নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় তৈরি হয়েছিল।

বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধ উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের গবেষণা[সম্পাদনা]

উইকিমিডিয়ার প্রকল্পের যাবতীয় বিষয় নিয়ে বিশ্বজুড়ে পরিচালিত গবেষণার অন্যতম প্রধান মিলনস্থল উইকি ওয়ার্কশপ ২০২১-এ উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পরিচালিত একটি গবেষণাপত্র গৃহীত ও উপস্থাপিত হয়। “A Brief Analysis of Bengali Wikipedia’s Journey to 100,000 Articles” (১,০০,০০০ নিবন্ধের দিকে বাংলা উইকিপিডিয়ার যাত্রার সংক্ষিপ্ত বিশ্লেষণ) শীর্ষক এ গবেষণাপ্রবন্ধে মূলত বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন নিয়ামক বিশ্লেষণের মাধ্যমে এর প্রায় ১৭ বছরের যাত্রার একটি সংস্করণ তুলে ধরা হয়। ২০২১-এর ১৪ এপ্রিল স্লোভেনিয়ার লিউব্লিয়ানায় অনুষ্ঠেয় এ সম্মেলন চলমান কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারীর কারণে আয়োজিত হয় অনলাইনে।

প্রতিযোগিতা[সম্পাদনা]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১

২১ ফেব্রুয়ারি - ১১ এপ্রিল অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার মাধ্যমে দেড় শতাধিক নিবন্ধের মানোন্নয়ন করা হয় এবং সহস্রাধিক ব্যবহারকারী এতে অংশ নেয়।

উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১

উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ একটি বার্ষিক আয়োজন, যেখানে বিশ্বব্যাপী উইকিপিডিয়া সম্পাদনাকারী ও বিভিন্ন ভাষার সম্প্রদায় উইকিপিডিয়ার চিত্রবিহীন নিবন্ধসমূহে চিত্র যোগ করে। ৭৪ জন ব্যবহারকারী এতে অংশ নেয়।

এডিটাথন[সম্পাদনা]

বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২১

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৭২ ঘণ্টা যাবৎ বাংলা উইকিপিডিয়ায় এই অনলাইন এডিটাথনটির আয়োজন করা হয়। এতে ২৫ জন ব্যবহারকারী অংশ নেয়।

মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথন ২০২১

মানবাধিকারের পক্ষে উইকি অনলাইন এডিটাথন ২০২১ ৩০ এপ্রিল ২০২১ থেকে ১০ মে পর্যন্ত চলে। এতে ২৭ জন ব্যবহারকারী ১০৭ টি নিবন্ধ নিয়ে কাজ করে।

উইকি আড্ডা[সম্পাদনা]

২০২১ সালে মোট ৫টি আড্ডা অনলাইনে আয়োজিত হয়। কোভিড-১৯ অতিমারীর কারনে কোন অফলাইন আড্ডা আয়োজিত হয়নি। বাংলা উইকিপিডিয়া দিবস উদযাপন উপলক্ষে ১টি, উইকিপিডিয়ানদের অনলাইন নিরাপত্তা ও তথ্যগত সুরক্ষা সংক্রান্ত আড্ডা ১টি এবং ময়মনসিংহ সম্প্রদায় কর্তৃক ৩টি অনলাইন আড্ডা আয়োজিত হয়।

অনলাইন সাময়িকী: উইকিবার্তা[সম্পাদনা]

২০২১ সালে উইকিমিডিয়া বাংলাদেশের অনলাইন ম্যাগাজিন উইকিবার্তার ২টি সংখ্যা জানুয়ারি এবং জুন মাসে প্রকাশিত হয়। জাতীয় ও আন্তর্জাতিক উইকিমিডিয়ানদের লেখা, সাক্ষাৎকার ইত্যাদি বিভাগে নানাবিধ প্রবন্ধ ও সংবাদ নিয়ে উইকিবার্তা প্রকাশিত হয়।

সংগঠনের আর্থিক বিবরণী - ২০২১[সম্পাদনা]

[এই অংশ সংগঠন হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের আর্থিক বিবরণী রয়েছে। ব্যক্তিগত ভাবে প্রাপ্ত উইকিমিডিয়া প্রকল্প গ্র্যান্ট ও অন্য সংস্থা কর্তৃক স্পনসর করা অনুদানের বিবরণ এখানে যুক্ত হয়নি]

ক্রমিক বিবরণসমূহ প্রাপ্তি (টাকা) পূর্বের উদ্বৃত্ত প্রদত্ত খরচ (টাকা) উদ্বৃত্ত (টাকা) টাকা প্রাপ্তির রশিদ আছে (হ্যাঁ/না)
প্রারম্ভিক উদ্বৃত্ত -৮০৮
সদস্য ফি ২২,১১০ -৮০৮ ২১,৩০২ হ্যাঁ
মোট ২২,১১০ -৮০৮ ২১,৩০২

আর্থিক প্রতিবেদনটি পেশ করার পর সভার সদস্যগণের কাছে কোন প্রশ্ন আছে কিনা সে ব্যাপারে জানতে চাইলে উপস্থিত সদস্যগণ কোন প্রশ্ন নেই বলে জানান এবং প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান। উপস্থিত সদস্যগণ হ্যাঁ সূচক সম্মতি জ্ঞাপন করে বিবরণীটি অনুমোদন করেন।

বিবিধ আলোচনা[সম্পাদনা]

  • সংগঠনের দীর্ঘসূত্রীতা এড়াতে সম্ভাব্য কাজের ধারা নিয়ে আলোচনা হয়।
  • প্রোগ্রামস কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। রাফি, তন্ময়, ঐশিক মতামত দেন মনোনয়ন পদ্ধতিতে আগানোর জন্য।
  • শাবাব বাংলাভাষী উইকিমিডিয়ান কমিউনিটির দলগুলোর মধ্যে একটি সহযোগী নেটওয়ার্ক তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেন।
  • ২০২২ ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচন কেন্দ্র করে অ্যাফিলিয়েটস সদস্যদের সাথে যে বৈঠক আহ্বান করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করা হয়।

নির্বাহী পরিষদ সদস্য নির্বাচন[সম্পাদনা]

আগামী মেয়াদ কারনে উইকিমিডিয়া বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বিধায় কাজের সুবিধার জন্য বর্তমান নির্বাহী পরিষদ আরও এক মেয়াদে নবায়ন করার জন্য শাবাব মুস্তাফা প্রস্তাব করেন, যেহেতু বর্তমান পরিষদের সবাই অভিজ্ঞ এবং পরীক্ষিত। সবাই এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। ফলে বর্তমান নির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নবায়ন করা হয়। সদস্যগণ হলেন:

  1. তানভির রহমান
  2. অংকন ঘোষ দস্তিদার
  3. মাসুম-আল-হাসান
  4. শাবাব মুস্তাফা
  5. আলী হায়দার খান
  6. তানভির মোর্শেদ
  7. মহীন রীয়াদ
  8. সুব্রত রায়
  9. মঈনুল ইসলাম

সমাপনী বক্তব্য[সম্পাদনা]

সভার সভাপতি তানভির রহমান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে রাত ১০ টায় সভার সমাপ্তি ঘোষণা করেন।