বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/নভেম্বর, ২০১৬

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - নভেম্বর ৫, ২০১৬

  • স্থান: ঢাকা, বাংলাদেশ
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: আলী হায়দার খান (সভাপতি), নাহিদ সুলতান (সেক্রেটারি), তানভির মোর্শদ (ট্রেজারার), নুরুন্নবী চৌধুরী হাছিব, শাবাব মুস্তাফা, ও তানভির রহমান (ভার্চুয়ালি যোগদান করেন)।
  • নথি তৈরি করেছেন: নাহিদ সুলতান, সেক্রেটারি

আলী হায়দার খানের সভাপতিত্বে সভা শুরু হয় বিকাল ৮টা ১০ মিনিটে। এর পূর্বে নাহিদ সুলতান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।

হাউজকিপিং

[সম্পাদনা]

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  • কার্যক্রমের হালনাগাদ তথ্য
  • ট্যাকনিকাল টিমে সদস্য নিয়োগ
  • এজিএম ও বাংলা উইকিপিডিয়া সম্মেলন
  • উইকি লাভস আর্থ

কার্যক্রমের হালনাগাদ তথ্য

[সম্পাদনা]

সভায় নাহিদ সুলতান পূর্বের সভার পর উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত সব কার্যক্রমের হালনাগাদ তথ্য সভাকে জানান।

ট্যাকনিকাল টিমে সদস্য নিয়োগ

[সম্পাদনা]

সভায় উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ একমত হন যে, শাবাব মুস্তফার নেতৃত্বে ট্যাকনিকাল টিমের রেজোলিউশন অনুসারে একটি ট্যাকনিকাল টিম গঠন করা হবে।

এজিএম ও বাংলা উইকিপিডিয়া সম্মেলন

[সম্পাদনা]

সভায় জানুয়ারিতে উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সভা ও বাংলা উইকিপিডিয়া প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিষয়ক আলোচনা হয়।

উইকি লাভস আর্থ

[সম্পাদনা]

২০১৭ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশ আন্তর্জাতিক উইকি লাভস আর্থেও অংশ নিবে বলে সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে নাহিদ সুলতান ব্যবস্থা নেবেন।

বিবিধ

[সম্পাদনা]
  • উইকিমিডিয়া বাংলাদেশের ব্যাংক একাউন্ট অনলাইনকরণ। এ ব্যাপারে নেভেম্বর ৩০ তারিখের মধ্যে আলী হায়দার খান তন্ময় ও শাবাব মুস্তফা ব্যাংকে গিয়ে ব্যাপারটি সমাধান করবেন।
  • নির্বাহী পরিষদে কোন রেজোলিউশন ভোটে দেওয়া হলে, অধিকাংশ সদস্য ভোট প্রদান শেষে সেটি সর্বোচ্চ ১দিন উন্মুক্ত থাকবে।
  • ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে নির্বাহী ও কার্যনির্বাহী পরিষদের একটি সভা ঢাকাতে অনুষ্ঠিত হবে। এর পূর্বে সুবিধাজনক সময়ে একটি অনলাইন মিটিং এর মাধ্যমে আলোচ্যসুচী ঠিক করে নেওয়া হবে।

রাত ৯:১০ মিনিটে আলী হায়দার খান অনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি যোঘণা করেন।