বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/ডিসেম্বর, ২০২৪

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - ডিসেম্বর ০৭, ২০২৪

  • স্থান: অনলাইন (জুম)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: শাবাব মুস্তাফা (সভাপতি), মাসুম-আল-হাসান (সাধারণ সম্পাদক), মহীন রীয়াদ (কোষাধ্যক্ষ), দোলন প্রভা, ও তানভির রহমান
  • নথি তৈরি করেছেন: মাসুম-আল-হাসান (সাধারণ সম্পাদক)

শাবাব মুস্তাফার সভাপতিত্বে সভা শুরু হয় সন্ধ্যা সাড়ে আটটায়। এর পূর্বে মাসুম-আল-হাসান নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে।

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  1. বাংলা উইকি সম্মেলন - পর্যালোচনা
  2. বার্ষিক সভা আয়োজন
  3. উইকিনন্দিনীর কার্যক্রম
  4. অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ও বাংলার প্রেমে উইকি আয়োজন
  5. আরজেএসসিতে এজিএম-এর নোটিশ ও উপস্থিতির তালিকার স্বাক্ষরিত কপি প্রেরণ
  6. ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ

বাংলা উইকি সম্মেলন - পর্যালোচনা

[সম্পাদনা]

গত নভেম্বরে অনুষ্ঠিত বাংলা উইকি সম্মেলন নিয়ে সবাই নিজেদের পর্যবেক্ষণ শেয়ার করেন। সভাপতি বলেন যে এই কনফারেন্স থেকে শিক্ষণীয় বিষয়গুলোড় একটা তালিকা করা দরকার, যাতে ভবিষ্যতে আমাদের সিধান্ত নিয়ে তা সহায়ক হয়।

বার্ষিক সভা আয়োজন

[সম্পাদনা]

সকলের সিধান্ত মোতাবেক আগামী ১৮ জানুয়ারি, ২০২৫-এ ২০২৪ সালের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

উইকিনন্দিনীর কার্যক্রম

[সম্পাদনা]

দোলন প্রভা উইকিনন্দিনীর বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি জানান যে বাংলা উইকি সম্মেলনের তারা একটি সভা করেছেন এবং উইকিনন্দিনীর সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। অন্যান্য সম্প্রদায়ের সাথে উইকিনন্দিনীর কার্যক্রম কীভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়েও আলোচনা হয়।

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ও বাংলার প্রেমে উইকি আয়োজন

[সম্পাদনা]

গতবারের মত এবারেও অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ও বাংলার প্রেমে উইকির গ্র্যান্ট আবেদন একসাথেই করা হবে। সভাপতি গ্র্যান্টের বিষয়ে ফাউন্ডেশনের সাথে যোগাযোগ বা আলোচনা করবেন।

আরজেএসসিতে এজিএম-এর নোটিশ ও উপস্থিতির তালিকার স্বাক্ষরিত কপি প্রেরণ

[সম্পাদনা]

আরজেএসসিতে এজিএম-এর নোটিশ ও উপস্থিতির তালিকার স্বাক্ষরিত কপি প্রেরণ প্রসঙ্গে টিএলসিকে যে ইমেইল দেয়া হয়েছিল সেটির উত্তর এখনো পাওয়া যায়নি। তানভির রহমান এজন্য তাদের একটি ফলোআপ ইমেইল পাঠাবেন। এছাড়া টিএলসি ব্যতীত অন্য কাউকে দিয়ে কাজটি করানো যায় কিনা সেটির বিকল্প খোঁজ করবেন।

ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ

[সম্পাদনা]

ক্যাম্পাস প্রতিনিধি জন্যর জন্য গত জুন মাসে রেজোলিউশন পাশ হলেও এটির কার্যক্রম এখনো শুরু করা যায়নি। সামনের বছরের শুরুতেই এটি চালু করার বিষয়ে সবাই একমত পোষণ করেন। মহীন রিয়াদ ক্যাম্পাস প্রতিনিধির জন্য বিস্তারিত তথ্য সম্বলিত একটি পাতা তৈরি করবেন।

রাত ১১ টায় সভার সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।