নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/এপ্রিল, ২০২১
অবয়ব
নির্বাহী পরিষদের বৈঠক - রেজোলিউশন - আর্থিক প্রতিবেদন
নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী - এপ্রিল ২৯, ২০২১
- স্থান: জুম (অনলাইন)
- উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: তানভির রহমান (সভাপতি), অংকন ঘোষ দস্তিদার (ভারপ্রাপ্ত সেক্রেটারি), মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ), শাবাব মুস্তাফা, মহীন রীয়াদ, তানভির মোর্শেদ ও আলী হায়দার খান।
- নথি তৈরি করেছেন: অংকন ঘোষ দস্তিদার (ভারপ্রাপ্ত সেক্রেটারি)
তানভির রহমানের সভাপতিত্বে সভা শুরু হয় বাংলাদেশ সময়, মধ্যাহ্ন ৭টা ১৫তে। এর পূর্বে তিনি নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে। চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনে এই সভা আয়োজিত হয়।
সভার আলোচ্যসূচি
[সম্পাদনা]- নতুন অফিস বিয়ারারদের স্বাগতম
- ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের জন্য বিদ্যমান ফান্ডিং-এর সমস্যা নিয়ে আলোচনা
- নির্বাহী সদস্য মুনির হাসানের পদত্যাগের ফলে সৃষ্ট শূন্যপদে নতুন নির্বাহী সদস্য নিয়ে আলোচনা
- বিবিধ