বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের বৈঠক/কার্যবিবরণী/অক্টোবর, ২০২১

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে


নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী – অক্টোবর ২৬, ২০২১

  • স্থান: জুম (অনলাইন)
  • উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যগণ: তানভির রহমান (সভাপতি), অংকন ঘোষ দস্তিদার (ভারপ্রাপ্ত সেক্রেটারি), মাসুম-আল-হাসান (কোষাধ্যক্ষ), শাবাব মুস্তাফা, মহীন রীয়াদ, আলী হায়দার খান।
  • নথি তৈরি করেছেন: অংকন ঘোষ দস্তিদার (ভারপ্রাপ্ত সেক্রেটারি)

তানভির রহমানের সভাপতিত্বে সভা শুরু হয় বাংলাদেশ সময়, মধ্যাহ্ন ৭টায়। এর পূর্বে তিনি নিশ্চিত করেন সভার কোরাম পূরণ হয়েছে। চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর অবস্থা বিবেচনাপূর্বক অনলাইনে এই সভা আয়োজিত হয়।

সভার আলোচ্যসূচি

[সম্পাদনা]
  1. বার্ষিক সাধারণ সভা আয়োজন প্রসঙ্গে
  2. আগামী কার্যক্রম নিয়ে আলোচনা
  3. বিবিধ

সাধারণ সভা আয়োজন

[সম্পাদনা]

২০২১-এর বার্ষিক সাধারণ সভা আয়োজন করা প্রয়োজন। উপস্থিত সদস্যগণ সার্বিক দিক বিশ্লেষণ করে ২৩শে নভেম্বর, সন্ধ্যা ৭টায় এ সভা আয়োজনের ব্যাপারে সম্মত হন।

আগামী কার্যক্রম নিয়ে আলোচনা

[সম্পাদনা]
  • উইকিবার্তার মুদ্রিত সংস্করণ নিয়ে কাজ করা হচ্ছে। ওয়েবসাইট উন্নয়নের কাজ করা হয়েছে এবং চলছে।
  • বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের প্রতি যাত্রা গবেষণাপত্রের পরবর্তী সেশন আয়োজন করা যেতে পারে।