ডব্লিউএলই ও ডব্লিউএলএম ছবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান


২০১৮ সালে আয়োজিত উইকি লাভস আর্থ ও উইকি লাভস মনুমেন্টস ছবি প্রতিযোগিতায় বাংলাদেশের ১০টি করে ছবি আন্তর্জাতিক জুরিদের কাছে পাঠানো হয়। স্থানীয়ভাবে বিজয়ী দুটি প্রতিযোগিতার সেরা ২০টি ছবির ফটোগ্রাফারদের উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা জানানোর জন্য এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমরা উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সকল সম্মানিত সদস্য, শুভাকাঙ্ক্ষী ও প্রতিযোগিতার বিজয়ীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি (কোন নিবন্ধনের প্রয়োজন নেই)।
- তারিখ
- ১৮ মে ২০১৯, শনিবার
- সময়
- সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত (২ ঘন্টা)
- স্থান
- শিক্ষা প্রকল্প ও উন্নয়ন গবেষণা ফাউন্ডেশন (ফ্রেপড) মিলনায়তন, মুহম্মদ শামসউল হক ভবন (নিচ তলা),
সোঁনারগাও রোড, পলাশী বাজার ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা - ১০০০ [গুগল মানচিত্রে অবস্থান দেখুন] - অতিথি
- তাসলিমা আখতার, বিখ্যাত আলোকচিত্রী ও অধিকারকর্মী

- আয়োজক
- উইকিমিডিয়া বাংলাদেশ
- যোগাযোগ
- নাহিদ সুলতান, ইমেইল: nahid
wikimedia.org.bd
অংকন ঘোষ দস্তিদার, ইমেইল: ankanwikimedia.org.bd
- বিজয়ী ছবি
- উইকি লাভস মনুমেন্টেস ২০১৮
উইকি লাভস আর্থ ২০১৮
-
অনুষ্ঠানে প্রধান অতিথি তাসলিমা আখতারকে উইকিমিডিয়া বাংলাদেশের প্রক্ষ থেকে শুভেচ্ছা স্বারক প্রদান
-
প্রধান অতিথিকে উইকিপিডিয়ার ব্যাজ প্রদান
-
উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যদের সাথে পুরস্কার হাতে বিজয়ীগণ
-
বিজয়ী ছবিগুলো প্রেজেন্টেশন আকারে দেখানো হচ্ছে
-
প্রতিযোগিতার বিজয়ীগণ
-
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে শাবাব মুস্তাফা সভাপতি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন