বিষয়বস্তুতে চলুন

খুলনা উইকিমিডিয়া সম্প্রদায়/দায়িত্ব

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

বৃত্তান্ত
প্রধান পাতা

দায়িত্ব
যোগাযোগের ব্যক্তি

স্বেচ্ছাসেবক
সম্প্রদায়ের অবদানকারী

উইকিআড্ডা
উইকিমিটআপ

কার্যক্রম
ঘটনাবলী/অনুষ্ঠানসমূহ

সংবাদ
সংবাদসমূহ

চিত্রশালা
অ্যালবাম

খুলনার উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হতে চাইলে বা সম্প্রদায়ের বিভিন্ন সহায্য সহযোগিতায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করতে পারেন। তারা উইকিমিডিয়া বাংলাদেশ সাথে খুলনা সম্প্রদায়ের সমন্বয় সাধনে কাজ করছে।

সমন্বয়ক

[সম্পাদনা]

আমি মারুফ হাসান। উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে আমার যাত্রা শুরু হয়েছিল একেবারেই শেখার আগ্রহ থেকে। আজ আমি এই সম্প্রদায়ের সভাপতির দায়িত্ব পালন করছি, তবে আমি নিজেকে প্রথমে একজন স্বেচ্ছাসেবী বলেই পরিচয় দিতেই পছন্দ করি।

আমার স্বপ্ন হলো খুলনার তরুণদের, শিক্ষার্থীদের এবং আগ্রহী মানুষদের একত্রে এনে মুক্ত জ্ঞানের পথ উন্মুক্ত করা। আমি চাই আমরা সবাই মিলে এমন একটা পরিবেশ তৈরি করি, যেখানে নতুন কেউ এলে সে স্বাচ্ছন্দ্যে শিখতে পারে, প্রশ্ন করতে পারে, আর নিজের অবদান রাখতে পারে।

আমাদের সম্প্রদায়কে আরও প্রাণবন্ত করে তুলতে আমি ইভেন্ট, কর্মশালা, আর নানা উদ্যোগের আয়োজন করার চেষ্টা করব। পাশাপাশি আমি চাই, খুলনার বাইরে থেকেও আমরা অন্য অঞ্চলের সম্প্রদায়গুলোর সাথে হাত মিলিয়ে কাজ করি, যাতে আমাদের অভিজ্ঞতা আর জ্ঞান আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে কাজ করলে খুলনা সম্প্রদায় আরও সক্রিয় ও অনুপ্রেরণাদায়ক হবে।

সহ সমন্বয়

[সম্পাদনা]