বিষয়বস্তুতে চলুন

কার্যনির্বাহী পরিষদ/বর্তমান

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
(কার্যনির্বাহী পরিষদ/২০১৫ থেকে পুনর্নির্দেশিত)

নিচের সদস্যবৃন্দ উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।

মঈনুল ইসলাম সম্প্রদায় পরিচালক, প্রকাশনা ও কারিগরী
মঈনুল ইসলাম, পেশায় একজন ফ্রন্ট-এন্ড ডিজাইনার ও ওয়েব ডেভলপার। বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় হলেও কমন্স, মেটা, বাংলা উইকিঅভিধান, ইংরেজি উইকিপিডিয়াতেও সক্রিয় আছেন ২০১০ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে। কম্পিউটারের সাথে সখ্য থেকেই শেষ পর্যন্ত প্রযুক্তির পেশায় নিয়োজিত এবং উইকিপিডিয়ার মতো প্রাযুক্তিক উৎকর্ষে অবদান রাখার জন্য অগ্রসর। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার পাশাপাশি তিনি এর প্রচার এবং প্রসারেও কাজ করে থাকেন। অগ্রণী হয়ে বিভিন্ন আলোকচিত্র, অডিও ফাইল, দলিলাদি ইত্যাদি সংগ্রহ করেছেন এবং কমন্সে উন্মুক্ত লাইসেন্সে তা প্রকাশও করেছেন। এছাড়াও ব্লগে, উইকিপিডিয়ার প্রচারে অবদান রাখার চেষ্টা করে থাকেন। ব্যক্তিগতভাবে তিনি প্রকৃতি ও পরিবেশের প্রতি গভীর মমত্ব রাখেন এবং চান যে, সবাই যেন প্রকৃতির প্রতি মমত্ব পোষণ করে এবং পরিবেশ সচেতন হয়। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য। পাশাপাশি তিনি বর্তমানে কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে দ্বায়িত্ব পালন করছেন।

ই-মেইল: wz.islam at gmail.com
আর কে হান্নান সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ
আর. কে. হান্নান, যিনি সম্প্রদায়ে Sufe অথবা Sufé নামে পরিচিত। আর. কে. হান্নান একজন পেশাদার পাদুকা শিল্পী ও চামড়া জাত পণ্যের কারিগর। তিনি আন্তর্জাতিক সু লাইন Sufé'জনক ও লেদার জ্যাকেট ব্র্যান্ড RAVEN'র উদ্যোক্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে জুতা প্রকৌশলের উপর বি এস সি ডিগ্রী ধারী। এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ব্যবস্থাপনা এবং অনুশীলনে মাস্টার্স স্তরে অধ্যয়নরত। উইকিমিডিয়া বাংলাদেশের সাথের তার চলার পর্যায় কাল ৫ বছরের বেশি। প্রাথমিকভাবে তিনি প্রচুর ইংলিশ উইকিপিডিয়ার পাঠক ছিলেন এবং পরবর্তীতে বাংলা উইকি'র। একপর্যায়ে তিনি যোগদান করেন উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশনে এবং তিনি কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য। অনলাইনে অবদানের পাশাপাশি তিনি উইকিমিডিয়া বাংলাদেশের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন কর্মশালা ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে দ্বায়িত্ব পালন করছেন।

ই-মেইল: rk.hannan1@gmail.com
অংকন ঘোষ দস্তিদার সম্প্রদায় পরিচালক, পরিকল্পনা ও আউটরিচ
অংকন ঘোষ দস্তিদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে স্নাতক সম্পন্ন করছেন। নিয়মিত ব্যবহারের পাশাপাশি উইকিপিডিয়ায় তার সক্রিয় অবদান শুরু হয় ২০১২ সালে। প্রথম থেকেই মাতৃভাষা বাংলায় তথ্যঘাটতি লক্ষ্য করে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার প্রতি আগ্রহী হন তিনি; সেইসাথে অন্যান্য সহপ্রকল্পেও অবদান রাখতে শুরু করেন। ব্যক্তিগতভাবে বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি বিষয়ে অবদান রাখতে পছন্দ করেন। অনলাইন কার্যক্রম ছাড়াও নানাবিধ অফলাইন কর্মকাণ্ডেও সক্রিয় অবদান রেখে চলেছেন তিনি। বর্তমানে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ই-মেইল: ankanghoshdastider@gmail.com
আফিফা আফরিন সম্প্রদায় পরিচালক, স্পেশাল ফোকাস, জেন্ডার গ্যাপ
আফিফা আফরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তোর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বেসরকারী সংস্থা সুইসকন্টাক্ট-এ কর্মরত আছেন। ২০০৮ সাল থেকে পাঠক হিসেবে উইকিপিডিয়ার সাথে পরিচিতি হলেও সক্রিয়ভাবে উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করেন ফেব্রুয়ারি ২০১৪ থেকে। তিনি বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরী এবং সম্পাদনায় ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও ইংরেজী উইকিপিডিয়া সহ উইকিমিডিয়ার কমন্স প্রকল্পে সক্রিয় আছেন। অনলাইন কার্যক্রম ছাড়াও অফলাইনে তিনি বিভিন্ন ওয়ার্কশপ এবং সম্মেলনে নারীদের উইকিপিডিয়ায় অংশগ্রহন এবং অবদান রাখতে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। তিনি উইকিপিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে জেন্ডার গ্যাপ নিরসনে কাজ করে যাচ্ছেন।

E-mail: afifa at wikimedia.org.bd
রিফাত জামিল ইউসুফজাই সম্প্রদায় পরিচালক, স্পেশাল ফোকাস, উইকিমিডিয়া কমন্স
রিফাত জামিল ইউসুফজাই উইকিপিডিয়া ব্যবহার করছেন অনেক আগে থেকেই, তবে উইকিপিডিয়ার কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত কয়েক বছর থেকে। মূলতঃ উইকিমিডিয়ায় বিভিন্ন ছবি আপলোডের মাধ্যমে তার সক্রিয় উইকিপিডিয়ান হিসেবে কার্যক্রম শুরু। ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার থেকে এসএসসি, সরকারী তিতুমির কলেজ থেকে এইচএসসি এবং সরকারী জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে বিকম পাশ করার বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে ক্ষুদ্র ব্যবসায় জড়িত। ব্যক্তিগত জীবনে একজন শখের আলোকচিত্রী, এছাড়া পেপার ক্র্যাফটিং এবং জুয়েলারী মেকিং এ ব্যাপক আগ্রহ আছে। ফেসবুকে শখের ফটোগ্রাফি নামে একটি ফটোগ্রাফি গ্রুপ পরিচালনা করে থাকেন।

E-mail: eusufzai at gmail.com
মহীন রীয়াদ সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, চট্টগ্রাম
মহীন রীয়াদ, একজন সক্রিয় উইকিমিডিয়ান, যিনি ২০১০ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি প্রায় আট বছর পূর্বে, ডিসেম্বর ২৮, ২০১০ সালে ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধিত হওয়ার মাধ্যমে উইকিপিডিয়ায় অবদান রাখতে শুরু করেন, পরবর্তীতে বাংলা উইকিপিডিয়া এবং বাংলা ভাষার প্রায় সমস্ত প্রকল্পেসমূহে সক্রিয় হওয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স, উইকিউপাত্ত এবং মেটা-উইকিতে অবদান রাখছেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়ার (এপ্রিল ২০১৫ থেকে), বাংলা উইকিভ্রমণ (আগস্ট ২০১৮ থেকে) এবং উইকিমিডিয়া কমন্সের (এপ্রিল ২০১৭ থেকে) একজন প্রশাসক। এযাবৎ বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে তার সম্পাদনা সংখ্যা ৯০,০০০+। এছাড়াও তিনি উইকিমিডিয়ার ওটিআরএস এবং বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের সদস্য। অনলাইনে সক্রিযতার পাশাপাশি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণ-প্রচারণামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের হয়ে সক্রিয়ভাবে বিভিন্ন কর্মশালা ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। বর্তমানে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য। ২০১৪ সালে, চট্টগ্রামে উইকিপিডিয়ার কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা এবং ব্যবহারকারী সমৃদ্ধ করার লক্ষে চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় নামে উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে প্রথম অঞ্চলিক ব্যবহারকারী সম্প্রদায় গঠন করেন, বর্তমানে যা সক্রিয়ভাবে কাজ করছে। তিনি ২০১৫ সালে প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় থেকে পরিকল্পনা ও আউটরিচ পরিচালক হিশেবে দায়িত্ব পালন করছেন। বাস্তব জীবনে তিনি একজন ইন্টারনেট সক্রিয়কর্মী।

ই-মেইল: moheenreeyad@wikimedia.org.bd
আবু শায়েখ মোহাম্মদ আশিকুরর রহমান সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, সিলেট
আবু শায়েখ মোহাম্মদ আশিকুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।

E-mail: Ashiq.Shawon at gmail.com
নাহিদ হোসেন সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, রাজশাহী
নাহিদ হোসেন সম্প্রতি রাজশাহী কলেজ থেকে প্রাণিবিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করেছেন এবং বর্তমানে কীটতত্ত্ব নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। প্রযুক্তির প্রতি ভালোলাগা থেকেই তিনি শেষ পর্যন্ত প্রযুক্তির পেশায় নিয়োজিত। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম রিষ্টব্যান্ড প্রস্তুতকারী কোম্পানির ডিজাইনার হিসেবে কাজ করছেন ২০১৩ সাল থেকে, এছাড়াও খন্ডকালীন চাকুরী করছেন অষ্ট্রেলিয়ার এক স্পিকার ম্যানেজমেন্ট কোম্পানির গ্রাফিক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে। তিনি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার এবং কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত থাকেন এবং নতুনদের জন্য প্রযুক্তি বিষয়ক পেশার ব্যাপারে সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করেন। প্রায় ৫ বছরপূর্বে ১৯ অক্টোবর ২০১০ সালে ইংরেজি উইকিপিডিয়ায় একাউন্ট তৈরির মাধ্যমে উইকিপিডিয়ায় যাত্রা শুরু করলেও উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যুক্ত হন ২০১৫ সালের নভেম্বর মাসে। এই অল্প সময়ের মধ্যেই এই ব্যবহারকারী স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার অর্জন করেছেন এবং সক্রিয়ভাবে স্থানীয় উইকিপিডিয়া ব্যবহারকারী সমৃদ্ধ করার লক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সম্প্রদায় পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

E-mail: nahid.hossain@wikimedia.org.bd
মোস্তাফিজুর রহমান সাফি সম্প্রদায় পরিচালক, আঞ্চলিক কার্যক্রম, রাজশাহী
মোস্তাফিজুর রহমান সাফি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। উইকিপিডিয়ায় পাঠক হিসেবে ২০০৭ সাল এবং সম্পাদক হিসেবে ২০১৬ সাল থেকে পথচলা শুরু। মূলত বিস্ময় থেকে স্থানীয় উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হলেও এখন তা ভালোবাসায় পরিণত হয়েছে। তিনি উইকিপিডিয়া ছাড়াও উইকিডাটা, উইকিসংকলন, উইকি অভিধান, উইকিমিডিয়া কমন্সসহ অন্যান্য প্রজেক্টে কাজ করেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিজ্ঞান, সাহিত্য ও জনকল্যাণমূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লিটল ম্যাগ বিজ্ঞান বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া বিভিন্ন সাহিত্য পত্রিকার সাথেও জড়িত রয়েছেন। ২০১৬ সালের ২১শে ফেব্রুয়ারি তিনি রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত হন। এরপর থেকে সম্প্রদায়ের সকল অনলাইন-অফলাইন প্রোগ্রামে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং সম্প্রদায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

E-mail: mmrsafy@gmail.com