কর্মশালা:ইভেন্ট এন্ড সেইফটি কর্মশালা, ঢাকা, নভেম্বর ২০১৭
অবয়ব
যোগাযোগ
সমন্বয়কারী
নাহিদ সুলতান
ই-মেইল
nahidwikimedia.org.bd
টুইটার হ্যাশট্যাগ:
#WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত
ইভেন্ট এন্ড সেইফটি কর্মশালা, ঢাকা, নভেম্বর ২০১৭
তারিখ ও সময়: ১২ নভেম্বর ২০১৭, ১৪:০০–১৮:৩০ (বাংলাদেশ সময়)
ঠিকানা: জাতীয় জাদুঘর মিলনায়তন, শাহবাগ, ঢাকা • মানচিত্র
২০১৭ সালের নভেম্বরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটি এডভোকেট ক্রিস্টেল স্টাইগেনবার্গার অংশ নিয়ে উইকিমিডিয়ার বিভিন্ন ইভেন্ট ও নিরাপত্তার দিক নিয়ে আলোচনা করেন। এতে বাংলাদেশের প্রায় ৩০ জন উইকিপিডিয়ান অংশগ্রহণ করেন। কর্মশালার পর ২০১৭ সালে অনুষ্ঠিত উইকি লাভস আর্থ ও উইকি লাভস মনুমেন্টেস পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।
গ্যালারি
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।