উইকি জরিপ, ২০২৩
অবয়ব
উইকি জরিপ, ২০২৩
বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এটি খুব সাধারণ একটি জরিপ। বাংলা উইয়িকিপিডিয়ার ভবিষ্যৎ কার্যক্রম কি ধরনের হতে পারে, সেজন্য তথ্য সংগ্রহ করতে এই জরিপটি করা হচ্ছে। ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত জরিপটি চলে। এই কার্যক্রমটি অনলাইন ও অফলাইন উভয়ভাবে করা যাবে। দেশের বিভিন্ন স্থান থেকে সক্রিয় উইকিপিডিয়ানরা সাধারণ আড্ডার মতো করে বন্ধুদের নিয়ে জরিপের গুগল ফর্মটি পূরণ করতে পারবেন। আড্ডার সব ছবি এখানে উইকিমিডিয়া কমন্সে পাওয়া যাবে।
জরিপ
[সম্পাদনা]ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়
[সম্পাদনা]- স্থান: নেত্রকোণা সরকারি মহিলা কলেজ, নেত্রকোণা সদর
- তারিখ: ১১.১২.২০২৩
- সময়: দুপুর ১২:৩০
- যোগাযোগ: দোলন প্রভা ও অনুপ সাদি
- ফেসবুক ইভেন্ট পাতা: উইকি জরিপ, ময়মনসিংহ ২০২৩
রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়
[সম্পাদনা]- স্থান: রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব, রাকসু ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়
- তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৩
- সময়: বিকাল ১৬:০০ টা
- যোগাযোগ: মুবাশ্বিরা হিয়া, তাহমিদ হোসেন
- ফেসবুক ইভেন্ট পাতা: উইকি জরিপ, রাজশাহী-২০২৩
চিত্র
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।
জরিপের চার্ট
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।